Logo Logo

পচা মাছ বিক্রিকে কেন্দ্র করে বরগুনা বন্দর ক্লাবে সংঘর্ষ, ভাঙচুর


Splash Image

বরগুনায় মৎস্য ব্যবসায়িদের বন্দরক্লাবে হামলা ভাঙচুর।

বরগুনায় পচা মাছ বিক্রিকে কেন্দ্র করে মারামারির ঘটনার সালিশি বৈঠকে হামলা চালিয়ে বন্দর ক্লাবে ভাঙচুর চালিয়েছে বরগুনা মৎস্য ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।


বিজ্ঞাপন


ঘটনা সূত্রে জানা যায়, ২৬ অক্টোবর পচা মাছ বিক্রিকে কেন্দ্র করে একজন মৎস্য ব্যবসায়ীর সাথে রাফি নামের শহরের একজন দোকান মালিকের মারামারির ঘটনা ঘটে। ওই ঘটনার পরে মাছ বাজারের ব্যবসায়ীরা একত্র হয়ে দোকানে হামলা ও লুটপাট চালানোর চেষ্টা করলে, স্থানীয় সাংবাদিক ও বন্দর ক্লাবের সদস্য সচিব মো. মোশাররফ হোসেন সুষ্ঠু বিচার করার আশ্বাস দেন।

পরের দিন বরগুনা বন্দর ক্লাবে সন্ধ্যা সাতটায় মৎস্য ব্যবসায়ী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি জহিরুল হক পনু সহ বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে সও চলাকালে রাফির বাবা রিপন মিয়া মাফ চান এবং যে কোনো বিচার মেনে নেয়ার অঙ্গীকার করেনসালিশি সময় অর্ধ শতাধিক মাছ ব্যবায়িরা । এ আচরণ শুরু করে, এক পর্যায়ে তারা চেয়ার টেবিল ভাঙচুর করে বন্দর ক্লাবের নেতৃবৃন্দকে লাঞ্ছিত করে। রাফির উপর বেধড়ক মারধর শুরু করেউচ্ছৃঙ্খল ক্লাবের দোতলা থেকে রাফির উপর হামলা । তাকে হিঁচড়ে নামিয়ে দীর্ঘ সময় পর্যন্ত রাস্তার মধ্যে দফায় দফায় মারধর করেচালিয়ে টেনে। রাফি

বরগুনা বন্দর ক্লাবের সদস্য সচিব রেজাউল ইসলাম টিটু বলেন, ১৯৩৪ সালে প্রতিষ্ঠিত বরগুনার আদী ঐতিহ্যবাহী সংগঠন বন্দর ক্লাবে মাছ বাজার সমিতির কিছু লোকজন সালিশি ডেকে বৈঠক চলাকালে পরিকল্পিতভাবে হামলা চালিয়ে ভাঙচুর চালিয়েছে। আমাদেরকে ও তারা লাঞ্ছিত করতে পিছপা হয়নি। সমাজের শৃঙ্খলা রক্ষায় তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি।

বন্দর ক্লাবের আহ্বায়ক শামসুল আলম শানু বলেন, আমরা সুষ্ঠুভাবে বিচার প্রক্রিয়া শুরু করেছিলাম কিন্তু মাছ বাজার সমিতির ব্যবসায়ীরা এখানে অরাজকতা সৃষ্টি এবং আমাদের উপর অতর্কিত হামলা ভাঙচুর চালিয়েছে। তারা এখানে মব সৃষ্টির উদ্দেশ্যে এসেছিল বলে আমরা পরে বুঝতে পারি। এ ঘটনায় বরগুনা সদর থানায় অভিযোগ দেওয়া হয়েছে।

বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ ইয়াকুব হোসেন বলেন, বিষয়টি দুঃখজনক, আমরা অভিযোগ পেয়েছি পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

প্রতিনিধি- সফিকুল ইসলাম রাসেল, বরগুনা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...