Logo Logo

জাতীয় ঐকমত্য কমিশন

সংবিধান সংস্কারের বিষয়ে গণভোটের আয়োজন করতে সরকারকে পরামর্শ


Splash Image

ছবি : সংগৃহীত।

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, সংবিধান সংস্কারের বিষয়ে গণভোটের আয়োজন করতে সরকারকে পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে অবিলম্বে এ বিষয়ে আদেশ জারির করারও পরামর্শ দেওয়া হয়েছে।


বিজ্ঞাপন


মঙ্গলবার (২৮ অক্টোবর) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ সব কথা বলেন।

তিনি বলেন, যেসব সংস্কারের সুপারিশ বাস্তবায়নে সাংবিধানিক নয়, সেগুলো অধ্যাদেশের মাধ্যমে দ্রুত বাস্তবায়ন করবে সরকার।

এছাড়া কিছু সুপারিশ যা নিয়ে ভিন্নমত নেই কিন্তু দাপ্তরিক নির্দেশের মাধ্যমে বাস্তবায়ন সম্ভব, তা দ্রুত বাস্তবায়িত হবে। জুলাই সনদ এই তিনটি ধাপে বাস্তবায়নের সুপারিশ করা হয়েছে বলে তিনি জানান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...