Logo Logo

২০০৬ সালে লগি, বৈঠার মাধ্যমে হামলার প্রতিবাদে বাকেরগঞ্জ জামায়াতের বিক্ষোভ মিছিল


Splash Image

২০০৬ সালের লগি বৈঠার তান্ডরেব মাধ্যমে হত্যা ও হত্যার পরে লাশের উপর নিত্যকারি খুনি সন্ত্রাসীদের বিচারের দাবিতে বাকেরগঞ্জ জামায়াতে ইসলামির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


২৮ অক্টোবর মঙ্গলবার বিকাল ৪ টায় বাকেরগঞ্জ থানা মসজিদের সামনে থেকে উপজেলা জামায়াতে ইসলামী আয়োজনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।মিছিলটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামির সেক্রেটারি মাওলানা আবুল হোসেন, পৌরসভার আমির মাওলানা নুরুল হক।

বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে জামায়াতে ইসলামী দল শান্তিপূর্ণভাবে সমাবেশের আয়োজন করে। আওয়ামীলীগ দলের প্রধান স্বৈরাচার শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী তাদের সন্ত্রাসীরা লগি বৈঠা নিয়ে সমাবেশে আগত জনতার উপর হামলা চালায়। সন্ত্রাসী দল আওয়ামী লীগ তাদের সন্ত্রাসী বাহিনী লগি বৈঠা নিয়ে সারা দেশে মানুষ হত্যার তাণ্ডব চালায়। হামলা চালিয়ে জামায়াত শিবিরের বেশ কয়েকজন লোককে পিটিয়ে মেরে ফেলে। শুধু মেরেই ক্ষ্যান্ত হয়নি তারা লাশের উপরে উঠে নিত্য করে। এই সন্ত্রাসী হামলায় যারা শহিদ হয়েছেন তাদের পরিবার আজও বিচার পায়নি।

হত্যাকারী সন্ত্রাসীদের ও হুকুমদাতা শেখ হাসিনার বিচারের দাবিতে গতকাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। মিছিলে আরও উপস্থিত ছিলেন, উপজেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি অধ্যাপক মোস্তাকুর রহমান, উপজেলা অফিস ও মিডিয়া বিষয়ক সম্পাদক মাওলানা রেদোয়ান উল্লাহ শাহেদী, উপজেলা মিডিয়া বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আল আমিন, পৌর সেক্রেটারি আব্দুল হাই আল হাদি, উপজেলা যুব বিষয়ক সম্পাদক মেহেদী হাসান শাওন, উপজেলা শিবির সভাপতি মাহাদি হাসানসহ উপজেলা ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নেতা সমর্থক মিছিলে অংশ নেয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...