Logo Logo

আদালতে হাজিরা দিতে গিয়ে বাকেরগঞ্জের ১১ আ. লীগ নেতাকর্মী কারাগারে


Splash Image

বরিশাল জেলা ও দায়রা জজ আদালতে মামলার হাজিরা দিতে গিয়ে বাকেরগঞ্জের ১১ জন আওয়ামী লীগ নেতা-কর্মীকে কারাগারে পাঠানো হয়েছে।


বিজ্ঞাপন


আদালতের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (২৮ অক্টোবর) জেলা ও দায়রা জজ ফারুক হোসেন এই নির্দেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, চলতি বছরের ১৪ জুন রাজনৈতিক সহিংসতা, হামলা ও নাশকতার অভিযোগে বাকেরগঞ্জের নিয়ামতি ইউনিয়নের খাস মহেশপুর গ্রামের ব্যবসায়ী নজরুল ইসলাম একটি মামলা করেন।

আসামিরা উচ্চ আদালতের মাধ্যমে জামিনে ছিলেন। কিন্তু নির্ধারিত হাজিরার দিন (২৭ অক্টোবর) উপস্থিত না হওয়ার পরের দিন আদালতে হাজির হওয়ায় তাদের জামিন বাতিল করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত।

কারাগারে পাঠানো নেতাদের মধ্যে রয়েছেন- উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোকলেছুর রহমান, সাবেক পৌর কাউন্সিলর ও পৌর যুবলীগ সভাপতি খন্দকার জিয়াউর রহমান (রিপন), উপজেলা শ্রমিক লীগের সভাপতি আবুল কালাম ডাকুয়া, রঙ্গশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বশির সিকদার, ভরপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশ্রাফুজ্জামান (খোকন), পাদ্রশিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম (বাবু), পৌর যুবলীগ নেতা হাফিজুল ইসলাম, কাউন্সিলর সুজন দেবনাথ, আওয়ামী লীগ নেতা ডাঃ হানিফ সিকদার, ভরপাশা ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের সদস্য মামুন ও বাকেরগঞ্জ কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান (রাজু)।

বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের মধ্যে চলছে ব্যাপক আলোচনা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...