বিজ্ঞাপন
সকালে সাড়ে ৯টার দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের নলছিটি উপজেলার দপদপিয়া জিরোপয়েন্ট এলাকায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে পাঁচজন আহত হন। গুরুতর অবস্থায় ভরতকাঠি এলাকার মজিদ হাওলাদার (৬০), মনির হাওলাদার (৪৫) ও হারুন (৬০)-কে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে একটি দোকানে কয়েকজন চা পান করছিলেন, এ সময় দ্রুতগামী মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের দোকানে ঢুকে খাদে পড়ে যায়।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, দুর্ঘটনার পরপরই আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
অন্যদিকে, দুপুর ১টা ২০ মিনিটের দিকে সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদের সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দুইজনকে একটি ট্রাক পিছন থেকে চাপা দেয়। এতে মো. আলম (৫০) নামে এক ব্যক্তি নিহত ও মো. কবির হোসেন (৫৮) গুরুতর আহত হন। নিহত আলম ঝালকাঠি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কৃষ্ণকাঠি এলাকার মৃত ফজলে আলীর ছেলে। আহত কবির হোসেন ৪ নম্বর ওয়ার্ডের কাঠপট্টি এলাকার মৃত মোসলেম আলীর ছেলে।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নেন। সেখানে চিকিৎসক আলমকে মৃত ঘোষণা করেন এবং কবির হোসেনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল পাঠানো হয়। মৃত আলমের মরদেহ ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...