Logo Logo

আশুগঞ্জ সার কারখানার উৎপাদন চালুর দাবিতে বিক্ষোভ মিছিল


Splash Image

দীর্ঘ আট মাস ধরে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় বন্ধ হয়ে আছে দেশের অন্যতম বৃহৎ রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান আশুগঞ্জ সার কারখানা। এ অবস্থায় উৎপাদন পুনরায় চালুর দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কারখানার শ্রমিক ও কর্মচারীরা।


বিজ্ঞাপন


বুধবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে কারখানার প্রধান ফটকের সামনে আশুগঞ্জ সার কারখানা শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, গ্যাস সংকটের অজুহাতে কারখানায় উৎপাদন বন্ধ রাখার ফলে প্রতিদিন প্রায় সাড়ে ১১শ’ টন ইউরিয়া সার উৎপাদন ব্যাহত হচ্ছে, যার বাজারমূল্য প্রায় সাড়ে ৪ কোটি টাকা। এতে একদিকে দেশের কৃষিক্ষেত্রে ইউরিয়ার ঘাটতি তৈরি হচ্ছে, অন্যদিকে রাষ্ট্রীয়ভাবে ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে সরকার।

সূত্রে জানা গেছে, উৎপাদনকালীন অবস্থায় গত ১ মার্চ থেকে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়। অথচ আশুগঞ্জ সার কারখানায় স্বাভাবিক উৎপাদন অব্যাহত রাখতে প্রতিদিন অন্তত ৪৮ মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রয়োজন হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি মো. বজলুর রশিদ। উপস্থিত ছিলেন কারখানার উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) তাজুল ইসলাম ভূঁইয়া, ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আবু কাউসার, বাংলাদেশ কেমিক্যাল ওয়ার্কার্স ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক মো. হারুনুর রশিদ এবং ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সাদী মো. তানভীর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, আশুগঞ্জ সার কারখানার ইউরিয়া সার দেশের কৃষকদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় ও গুণগত মানসম্পন্ন। অথচ একটি কুচক্রী মহল বিদেশ থেকে সার আমদানি করে কমিশন বাণিজ্যের স্বার্থে বছরের অধিকাংশ সময় কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ রাখে। এতে এই গুরুত্বপূর্ণ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটি ধীরে ধীরে অলাভজনক খাতে পরিণত হচ্ছে, যা দেশের কৃষি উৎপাদন ও অর্থনীতির জন্য মারাত্মক হুমকি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...