Logo Logo

গোপালগঞ্জে পরিবেশ অধিদপ্তরের আয়োজনে ‘তারুণ্যের উৎসব’ উদযাপিত


Splash Image

গোপালগঞ্জে চিত্রাংকন প্রতিযোগিতা, গ্রীণ স্কুল ক্যাম্পেইন ও ক্লীন আপ কার্যক্রমের মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘তারুণ্যের উৎসব’। পরিবেশবান্ধব ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে আয়োজিত এ উৎসবটি করেছে পরিবেশ অধিদপ্তর।


বিজ্ঞাপন


বুধবার (২৯ অক্টোবর) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সদর উপজেলার নিলফা-বয়রা গ্রামের শহীদ গোলজার বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজনটি অনুষ্ঠিত হয়। পরিবেশ অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয় এ আয়োজনের উদ্যোগ নেয়।

‘এসো দেশ বদলাই–পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যে আয়োজিত এ উৎসবে গ্রীণ স্কুল ক্যাম্পেইন, ক্লীন আপ কার্যক্রম, সচেতনতামূলক শোভাযাত্রা, বিদ্যালয়ের খেলার মাঠ পরিস্কার এবং চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে পরিবেশ সচেতনতার বার্তা ছড়িয়ে দেয়।

উৎসবের সমাপনী অনুষ্ঠানে পরিবেশ অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাহফুজুর রহমান ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফরোজা খানম চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

এ সময় পরিবেশ অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মনিরুজ্জামান শেখ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...