বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে গোপালগঞ্জ পৌর মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে এই অনুষ্ঠান হয়। এ বছরের প্রতিপাদ্য ছিল— “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই।”
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান। জেলা শিক্ষা অফিসার খোঃ রুহুল আমীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুলী বিশ্বাস এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছাঃ জোৎস্না খাতুন।
সমগ্র জেলাব্যাপী আয়োজিত এই প্রতিযোগিতায় দুটি গ্রুপে মোট ৬৪টি বিদ্যালয় অংশগ্রহণ করে। ক-গ্রুপে (৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি) প্রতিযোগিতা করে ৩২টি স্কুল এবং খ-গ্রুপে (৯ম থেকে ১০ম শ্রেণি) অংশ নেয় আরও ৩২টি স্কুল।
ফলাফলে ক-গ্রুপে বিজয়ী হয়েছে যুগশিখা বালিকা উচ্চ বিদ্যালয়, রানার আপ সরকারি কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন, এবং তৃতীয় স্থান অধিকার করে বীণাপাণি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। খ-গ্রুপে বিজয়ী হয় জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজ, গোপালগঞ্জ, রানার আপ সরকারি কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন, এবং তৃতীয় হয় যুগশিখা বালিকা উচ্চ বিদ্যালয়।
ক-গ্রুপে শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হয়েছেন যুগশিখা বালিকা উচ্চ বিদ্যালয়ের রাইসা রহমান এবং খ-গ্রুপে লামিয়া-তুল-বারি।
পরে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নিয়ে বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন।
অনুষ্ঠানে সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক- কেএম সাইফুর রহমান, গোপালগঞ্জ।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...