Logo Logo

আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেছেন, নড়াইল হবে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য সেতুবন্ধন-বিশ্বাস জাহাঙ্গীর আলম


Splash Image

নড়াইল জেলা বিএনপির সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেছেন, নড়াইল হবে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য সেতুবন্ধন। বিএনপি সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের দল। এখানে কেউ আর ‘সংখ্যালঘু’ নামে পরিচিত হবে না।


বিজ্ঞাপন


নড়াইল জেলা বিএনপির সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেছেন, নড়াইল হবে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য সেতুবন্ধন। বিএনপি সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের দল। এখানে কেউ আর ‘সংখ্যালঘু’ নামে পরিচিত হবে না।

তিনি বলেন, আমাদের রাষ্ট্রনায়ক তারেক রহমান কঠোরভাবে নির্দেশ দিয়েছেন বিএনপির কোনো নেতা-কর্মী কখনো হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনদের ‘সংখ্যালঘু’ বলে সম্বোধন করবে না। নড়াইলে হিন্দু সম্প্রদায় আমাদের জনগোষ্ঠীর একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই আমাদের আচরণ এমন হতে হবে যাতে কোনো হিন্দু ভাই বা বোন কষ্ট না পান।

শুক্রবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় শহরের পালকি কমিউনিটি সেন্টারে হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠান ও সংগঠনের বিশিষ্ট প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হিন্দু প্রতিনিধি সম্মেলন- এ তিনি এসব কথা বলেন।

সম্মেলনে সভাপতিত্ব করেন নড়াইল জেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি সাংবাদিক অশোক কুমার কুণ্ডু, এবং সঞ্চালনা করেন জেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব কার্তিক কুমার দাস।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সদস্য ও জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ আসজাদুর রহমান মিঠু বিশ্বাস, সদর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান আলেক, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মুজাহিদুর রহমান পলাশ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সায়দাত কবির রুবেল, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট ও দৈনিক পাঠক প্রবাহের ভারপ্রাপ্ত সম্পাদক তারিকুজ্জামান লিটু, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক পাঠক প্রবাহের সম্পাদক ও প্রকাশক এম এম মাহবুবুর রশিদ লাবলু।

এছাড়া বক্তব্য রাখেন সদর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক বিমান রঞ্জন রায়, সদস্য সচিব সুজন রায়, এবং পাঁচ ইউনিয়নের পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি ও সম্পাদকবৃন্দ।

বিশ্বাস জাহাঙ্গীর আলম তার বক্তব্যে আরও বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। আমি চাই নড়াইল এমন একটি জেলায় পরিণত হোক, যেখানে সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন হবে সারা দেশে।###

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...