Logo Logo
অপরাধ

৩ ঘণ্টার অভিযান শেষে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন আটক


ভোরের বাণী

Splash Image

ছবি : সংগৃহীত।

বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে আজ মঙ্গলবার সকালে এক শ্বাসরুদ্ধকর অভিযান চালিয়ে আটক করেছে সেনাবাহিনী। কুষ্টিয়া শহরের কালীশংকরপুর এলাকায় তিন ঘণ্টাব্যাপী এই অভিযান চালানো হয়, যেখানে সুব্রত বাইন তার এক সহযোগীসহ আটক হন।


বিজ্ঞাপন


সকালের দিকে এলাকাবাসী প্রথমে ভারী যানবাহন ও সেনা সদস্যদের গতিবিধি লক্ষ্য করেন। এরপরই শুরু হয় টানটান উত্তেজনার মধ্য দিয়ে অভিযান। সেনাবাহিনীর কৌশলী পরিকল্পনার অংশ হিসেবে পুরো এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। কোনো ধরনের গুলি বিনিময় ছাড়াই অভিযান শেষে সুব্রত বাইন ও তার সহযোগীকে আটক করা হয় বলে একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) দুপুরে সংবাদমাধ্যমকে নিশ্চিত করে যে, কুখ্যাত এই সন্ত্রাসী বর্তমানে সেনাবাহিনীর হেফাজতে রয়েছেন। বিকেল ৫টায় আইএসপিআরের আয়োজনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে অভিযান ও গ্রেপ্তারের বিস্তারিত তথ্য জানানো হবে।

বিস্তারিত আসছে ...

আরও পড়ুন

জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন
জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন
নড়াইলে জেলা বিএনপির মৌন মিছিল ও সমাবেশ
নড়াইলে জেলা বিএনপির মৌন মিছিল ও সমাবেশ