বিজ্ঞাপন
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম রকিবুল হাসানসহ বীর মুক্তিযোদ্ধারা। জেলা পরিষদের অর্থায়নে মোট ৩৯ লাখ ৯৩ হাজার টাকা ব্যয়ে এই সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান এই বধ্যভূমি সংস্কারের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি সম্মান জ্ঞাপন এবং ভবিষ্যৎ প্রজন্মকে ইতিহাসের সঙ্গে সংযুক্ত রাখার গুরুত্বের কথা উল্লেখ করেন।
উপস্থিত বীর মুক্তিযোদ্ধারা বলেন, “স্বাধীনতার ইতিহাস সংরক্ষণ ও শহীদদের স্মরণে এই ধরনের উদ্যোগ অত্যন্ত প্রয়োজনীয়।”
বর্ধিত ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে বধ্যভূমি সংস্কার কাজের আওতায় ক্ষেত্রটি সৌন্দর্য বৃদ্ধি এবং দর্শনার্থীদের জন্য আরও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...