বিজ্ঞাপন
প্রশাসনের আশ্বাস বাস্তবায়নে ধীরগতি ও ফার্মেসি ব্যবসায়ীদের মামলার মাধ্যমে আন্দোলন দমনচেষ্টার প্রতিবাদে সোমবার (৩ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের পাশাপাশি জেলার অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করে আন্দোলনের প্রতি সংহতি জানান।
এর আগে কলেজ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ।
সমাবেশে বক্তারা বলেন, সরকারি মহিলা কলেজের প্রবেশপথ দীর্ঘদিন ধরে দখল ও অবৈধ বাণিজ্যিক স্থাপনার কারণে শিক্ষার্থীদের যাতায়াতে চরম ভোগান্তির সৃষ্টি হচ্ছে। প্রশাসন পূর্বে উচ্ছেদের আশ্বাস দিলেও বাস্তবায়নে ধীরগতি দেখা যাচ্ছে। উপরন্তু, বিষয়টি নিয়ে মামলা দায়ের করে পরিস্থিতি জটিল করার চেষ্টা চলছে, যা শিক্ষার্থীদের ক্ষোভের জন্ম দিয়েছে।
বক্তৃতা করেন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী তামান্না হক, তানজিনা আক্তার, ইসরাত জাহান তানিয়া, সুমানা হক, জান্নাতুল ফেরদৌসী, ব্রাহ্মণবাড়িয়া পৌর কলেজের শিক্ষার্থী সাবের হোসেন, আরিফ বিল্লাহ আজিজি, ফাহিম মুনতাসির প্রমুখ।
তারা বলেন, “মহিলা কলেজের আপুরা তাদের ন্যায্য অধিকার আদায়ে আন্দোলন করছে। আমরা চাই, কলেজের সীমানা প্রাচীর ও ফটক দ্রুত নির্মাণে প্রশাসন অবিলম্বে পদক্ষেপ নিক।”
শিক্ষার্থীরা অভিযোগ করেন, জেলা প্রশাসন তাদের দাবি বাস্তবায়নে গড়িমসি করছে এবং উল্টো অবস্থান নিচ্ছে। তারা হুঁশিয়ারি দেন, দাবি পূরণ না হলে বৃহত্তর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।
বিক্ষোভ কর্মসূচিতে ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ ছাড়াও ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ, পৌর কলেজ, সিটি কলেজ, ইউনাইটেড কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন ও সংহতি জানান।
বক্তারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আজকের মধ্যেই প্রয়োজনীয় পদক্ষেপ নিন। কলেজের মর্যাদা ও শিক্ষার্থীদের নিরাপত্তার প্রশ্নে কোনো বিলম্ব মেনে নেওয়া হবে না।”
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা এর আগেও একই দাবিতে আন্দোলন করেছেন। অন্যদিকে, এ আন্দোলনের প্রতিবাদে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি ব্রাহ্মণবাড়িয়া শাখার নেতৃবৃন্দ পাল্টা বিক্ষোভ ও ধর্মঘট কর্মসূচি পালন করেন। পরে ফার্মেসি ব্যবসায়ীরা আদালতে মামলা দায়ের করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...