Logo Logo

জবি শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি ও বিকল্প আয়ের উৎস তৈরিতে কাজ করছে ছাত্রদল


Splash Image

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি ও বিকল্প আয়ের উৎস তৈরিতে নিরন্তর কাজ করে যাচ্ছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।


বিজ্ঞাপন


৫ আগস্টের পর থেকে ধারাবাহিকভাবে শিক্ষার্থীবান্ধব নানা কর্মসূচি পালন করে আসছে সংগঠনটি। এরই অংশ হিসেবে মঙ্গলবার (৪ নভেম্বর) ‘ফ্রিল্যান্সিং এন্ড ডিজিটাল মার্কেটিং: অ্যান অলটারনেটিভ সোর্স অব ইনকাম ফর জেএনইউ স্টুডেন্টস’ শীর্ষক এক সেমিনারের আয়োজন করে জবি ছাত্রদল।

বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবনের মার্কেটিং বিভাগের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ সেমিনারের উদ্বোধনী বক্তব্যে জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদি হাসান হিমেল বলেন, “ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং আগামীতেও করে যাবে। আমরা জানি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা টিউশনি করতে গিয়ে নানা ভোগান্তির শিকার হন। তাই দক্ষতা বৃদ্ধি ও বিকল্প আয়ের উৎস তৈরিতেই আমাদের এই আয়োজন।”

তিনি আরও বলেন, “জবি ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবেই ফ্রিল্যান্সিং ও ডিজিটাল মার্কেটিং বিষয়ক এই সেমিনার আয়োজন করা হয়েছে।”

সেমিনারে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফ্রিল্যান্সিং ওয়ার্কশপ–আইসিটি ডিভিশনের অ্যাফিলিয়েট ট্রেইনার পার্থ দত্ত। তিনি বলেন, “জগন্নাথের শিক্ষার্থীদের আবাসন সংকট থাকায় তারা অনেক সময় টিউশনির ওপর নির্ভরশীল হন। অথচ ফ্রিল্যান্সিং হতে পারে তাদের বিকল্প আয়ের অন্যতম সুযোগ। ফ্রিল্যান্সিংয়ে অনেক ধরনের স্কিল রয়েছে—এর যেকোনো একটি আয়ত্ত করে শিক্ষার্থীরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারেন।”

তিনি আরও পরামর্শ দেন, “ডিজিটাল মার্কেটিং এমন একটি স্কিল, যার জন্য প্রযুক্তিগত ব্যাকগ্রাউন্ড থাকা জরুরি নয়। এছাড়াও গ্রাফিক ডিজাইন, ইথিক্যাল হ্যাকিং, ইউআই/ইউএক্স ডিজাইন, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, কিংবা মেশিন লার্নিংয়ের মতো দক্ষতা অর্জনের মাধ্যমেও শিক্ষার্থীরা নিজেদের ক্যারিয়ার গড়তে পারেন।”

সেমিনারে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, ছাত্রদলের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় ও শিক্ষার্থীবান্ধব। তারা বলেন, “পড়াশোনার পাশাপাশি ডিজিটাল স্কিল অর্জন এখন সময়ের দাবি। এ ধরনের উদ্যোগ শুধু আয় নয়, আত্মনির্ভরতার পথও তৈরি করে।”

শিক্ষার্থীরা আশা প্রকাশ করেন, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ছাত্র সংগঠন ভবিষ্যতে এমন শিক্ষামূলক ও কল্যাণমূলক আয়োজনের উদ্যোগ নেবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...