Logo Logo

গোপালগঞ্জে দাওরায়ে হাদীস পরীক্ষায় মুমতাজ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা


Splash Image

গোপালগঞ্জে ২০২৫ সালে দাওরায়ে হাদীস পরীক্ষায় মুমতাজ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।


বিজ্ঞাপন


গোপালগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ৯টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে "স্বচ্ছতা"য় এই ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান। অনুষ্ঠান শুরু হয় পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে, যা পাঠ করেন গোপালগঞ্জ মডেল মসজিদের ইমাম হাফেজ মাওলানা ওলি উল্লাহ।

সংবর্ধনা অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালগঞ্জ কোর্ট মসজিদ মাদ্রাসার মুহতামিম ও জামে মসজিদের পেশ ইমাম মুফতি হাফিজুর রহমান, কোটালীপাড়া উপজেলার কুরপালা মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা মাহমুদুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শোভন সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস. এম. তারেক সুলতান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) ও গোপালগঞ্জ পৌর প্রশাসক বিশ্বজিত কুমার পাল।

আমন্ত্রিত অতিথিরা জেলা প্রশাসনের উদ্যোগে এই মহতি অনুষ্ঠানের আয়োজনকে অভিনন্দন জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মুফতি হাফিজুর রহমান বলেন, “বিগত ৩৪ বছর ধরে গোপালগঞ্জে দাওরায়ে হাদীস পরীক্ষায় মুমতাজ প্রাপ্ত শিক্ষার্থীদের প্রশাসনের পক্ষ থেকে কখনো সংবর্ধনা দেওয়া হয়নি। বর্তমান জেলা প্রশাসকের উদ্যোগে এবছর এটি করা হয়েছে, যার জন্য আমরা কৃতজ্ঞ এবং আশা করি এই ধারা অব্যাহত থাকবে।”

জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান তার বক্তব্যে বলেন, “আগামীতে দাওরায়ে হাদীস পরীক্ষায় মুমতাজ প্রাপ্তির সংখ্যা বৃদ্ধি এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানের ধারা অব্যাহত রাখার প্রতি আমাদের লক্ষ্য থাকবে।” তিনি আরও জানান, গোপালগঞ্জ মুসলিম এতিমখানার সামনে নান্দনিক ক্যালিওগ্রাফি নির্মাণের কার্যক্রমও চলমান রয়েছে।

পরে জেলা প্রশাসক সহ আমন্ত্রিত অতিথিরা মুমতাজ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এম রকিবুল হাসান, এনডিসি অনিরুদ্ধ দেব রায়, সরকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতাউর রহমান, ভবানীপুর মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা আঃ কাদের ও মুহাদ্দিস মাওলানা আহমেদ উল্লাহ, কাজুলিয়া মহিলা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল কালাম, নিলাহ মাঠ মাদ্রাসার মুহতামিম ও মেসার্স মাওলানা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মাওলানা ফখরুল আলম। এছাড়াও উপস্থিত ছিলেন দাওরায়ে হাদীস পরীক্ষায় মুমতাজ প্রাপ্ত ৯ জন কৃতি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যম কর্মীবৃন্দ।

প্রতিবেদক- কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...