বিজ্ঞাপন
বুধবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে উপজেলা কৃষি প্রশিক্ষণ হলরুমে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আজিজ।
২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার কৃষকদের মাঝে আগাম শীতকালীন শাকসবজি, সরিষা, খেসারি, মুগ, চিনা বাদাম, ফেলন, মশুর, সূর্যমুখী, গম, সয়াবিন, উপশী ও হাইব্রিড ধানের বীজসহ ডিএপি ও এমওপি সার বিতরণ করা হবে বলে জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আবু হাসনাইন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. আহসান উল্লাহ, লালমোহন প্রেসক্লাবের আহ্বায়ক সোহেল মো. আজিজ শাহীন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. মেহেদি হাসানসহ সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তারা।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের এ উদ্যোগ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎপাদন ব্যয় কমাবে এবং স্থানীয় পর্যায়ে খাদ্যশস্য উৎপাদন বৃদ্ধি করবে। বিতরণ কার্যক্রম শেষে উপস্থিত কৃষক-কৃষাণীরা সরকারের কৃষিবান্ধব নীতির প্রশংসা করেন।
প্রতিবেদক- মোঃ রিয়াজ উদ্দিন, ভোলা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...