Logo Logo

শরীয়তপুরে মায়ের সঙ্গে অভিমান করে যুবকের আত্মহত্যা


Splash Image

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় মায়ের সঙ্গে অভিমান করে বিল্লাল মাল (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।


বিজ্ঞাপন


মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে উপজেলার মহিষার ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সিরাজ মালের বাড়িতে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত বিল্লাল ওই এলাকার সিরাজ মালের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে পারিবারিক এক তুচ্ছ বিষয় নিয়ে বিল্লালের মায়ের সঙ্গে কথা কাটাকাটি হয়। পরে অভিমান করে নিজ ঘরে চলে যান তিনি। পরদিন সকালে পরিবারের সদস্যরা ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান। খবর পেয়ে ভেদরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।

নিহতের বাবা সিরাজ মাল বলেন, “ছেলে একটু রাগী প্রকৃতির ছিল। মায়ের সঙ্গে সামান্য কথাকাটাকাটির পরেই এমন ভয়ংকর কাজ করবে ভাবিনি। আমরা সম্পূর্ণ ভেঙে পড়েছি।”

নিহতের মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমি শুধু ওকে পড়াশোনার কথা বলেছিলাম। রাগ করে ঘরে চলে যায়। জানতাম না ও এমন কাজ করবে।”

প্রতিবেশী রফিকুল ইসলাম জানান, “বিল্লাল খুবই ভদ্র ছেলে ছিল। গ্রামের সবার সঙ্গে ভালো আচরণ করত। এমন মৃত্যুর খবর বিশ্বাস করতে কষ্ট হচ্ছে।”

ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”

এদিকে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নিহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনি সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।

প্রতিবেদক- মোঃ মামুন, শরীয়তপুর।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...