বিজ্ঞাপন
ছাগলনাইয়া থানা পুলিশের সহযোগিতায় নিখোঁজের ৩৮ দিন পর মাদ্রাসা ছাত্র নাঈম ফিরলো পরিবারে।ছাগলনাইয়া থানা পুলিশের সহযোগিতায় নিখোঁজের ৩৮ দিন পর মাদ্রাসা ছাত্র হাফেজ মোহাম্মদ জাহেদুল ইসলাম নাঈমের (১৪) সন্ধান পেলো পরিবার বৃহস্পতিবার (৬ নভেম্বর) ফেনীর সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।নাঈম ছাগলনাইয়ার মটুয়া হাফেজিয়া মাদ্রাসার ছাত্র এবংছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের লক্ষীপুর বড় বাড়ীর মোঃ মিজানের ছেলে। গত ২৯ সেপ্টেম্বর সে মটুয়া হাফেজিয়া মাদ্রাসা এলাকা হতে নিখোঁজ হয়।খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পাওয়ায় নাঈমের বাবা মিজান ছাগলনাইয়া থানায় একটি নিখোঁজ ডায়েরী (নং- ৩২, তারিখ- ১-১০-২০২৫ ইং) করেন।এই বিষয়ে ছাগলনাইয়া থানার উপপরিদর্শক (এসআই) রাফিদুল ইসলাম চৌধুরী জানান, নাঈমের নিখোঁজ ডায়েরীর প্রেক্ষিতে আমরা সোর্সের মাধ্যমে সন্ধানের চেষ্টা করি। উপজেলা ও জেলার বিভিন্ন স্থানের সিসি টিভি ফুটেজ দেখেও তার সন্ধান পাইনি। পরবর্তীতে নাঈমের সন্ধান চেয়ে তার ছবি এবং তার বাবার মোবাইল নম্বর যুক্ত করে লিফলেট ছাপিয়ে বিভিন্ন মাধ্যমে প্রচার করি। এরই প্রেক্ষিতে গত ১ নভেম্বর নাঈমের পরিবারের মোবাইল নম্বরে একটি নম্বর থেকে কল আসাকে কেন্দ্র করে তার সন্ধান পাওয়া যায়। নাঈমের পিতা মোঃ মিজান জানান, নিখোঁজের ৩৮ দিনপর ছেলেকে পাওয়ার পেছনে পুলিশ ও স্থানীয় গণমাধ্যমকর্মীদের সহযোগিতা ছিলো। তিনি জানান, মটুয়া হাফেজিয়া মাদ্রাসা থেকে নাঈম প্রথমে কয়েক দিন ফেনীতে অবস্থান করে। সেখানে সোনাগাজী উপজেলার একজন ট্রাক চালকের সাথে তার দেখা হলে তিনি তাকে বাড়ীতে নিয়ে আশ্রয় দেয়। মিজান জানান, ১ নভেম্বর আমাদের নিকট অজ্ঞাত ব্যক্তি মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করাকে কেন্দ্র করে আমরা পুলিশের সহযোগিতায় নাঈমকে সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর এলাকা হতে উদ্ধার করতে সক্ষম হই।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...