বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে কুমিল্লার শেষ সীমানা এবং ফেনীর শুরু সীমানা থেকে শত শত মোটরসাইকেলের শোভাযাত্রা বের হয়। ভি.পি. জয়নাল আবেদিনের আগমনকে ঘিরে সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিলেন হাজারো নেতাকর্মী ও সমর্থক। তারা স্লোগান, ব্যানার ও পতাকা হাতে প্রিয় নেতাকে বরণ করে নিতে অপেক্ষা করছিলেন।
স্থানীয় নেতাকর্মীরা জানান, ভি.পি. জয়নাল আবেদিনের প্রার্থীতা ফেনী-২ আসনের রাজনীতিতে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। তার মনোনয়নকে ঘিরে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে স্বতঃস্ফূর্তভাবে মিছিল, স্লোগান ও মোটরসাইকেল শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।
একজন স্থানীয় বিএনপি নেতা বলেন, “ভি.পি. জয়নাল শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি ফেনীর গণমানুষের নেতা। তাঁর প্রার্থীতা আমাদের আন্দোলনে নতুন প্রেরণা যোগাবে।”
নেতাকর্মীদের এমন উচ্ছ্বাসে ফেনী শহর ও আশপাশের এলাকা পরিণত হয়েছে এক উৎসবের নগরীতে। ভি.পি. জয়নাল আবেদিনের মনোনয়নকে কেন্দ্র করে বিএনপির কর্মীরা এখন আসন্ন নির্বাচনে জয়ের প্রত্যাশায় মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন।
প্রতিবেদক- মশি উদ দৌলা রুবেল, ফেনী।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...