Logo Logo

সরাইলে খেলাফত মজলিস মনোনীত প্রার্থীর জনসংযোগ


Splash Image

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ) আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী ও ব্রাহ্মণবাড়িয়া জেলা নির্বাহী সভাপতি মাওলানা মঈনুল ইসলাম খন্দকার ব্যাপক জনসংযোগ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।


বিজ্ঞাপন


শুক্রবার (৭ নভেম্বর) বিকালে তিনি সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের আঁখিতারা, কাটানিশার ও আইরল এলাকায় door-to-door জনসংযোগ করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মাওলানা জহিরুল ইসলামসহ খেলাফত মজলিসের বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও স্থানীয় সমর্থকরা।

জনসংযোগকালে মাওলানা মঈনুল ইসলাম রিকশা প্রতীকে ভোট প্রার্থনা করেন এবং সরাইল ও আশুগঞ্জের জনগণের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেন।

তিনি জানান, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে পর্যায়ক্রমে সরাইল ও আশুগঞ্জ উপজেলার প্রতিটি পাড়া, মহল্লা ও গ্রামে গণসংযোগ অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...