Logo Logo

গোপালগঞ্জ সদর উপজেলায় প্রণোদনার বীজ-সার পেল ২ হাজার ৮শ’২০ জন কৃষক


Splash Image

গোপালগঞ্জ সদর উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থ বছরের রবি মৌসুমে ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।


বিজ্ঞাপন


শনিবার (৮ নভেম্বর) গোপালগঞ্জ সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এই বীজ ও সার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম রকিবুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা মাফরোজা আক্তার সহ অন্যান্য কর্মকর্তারা।

উপজেলা কৃষি কর্মকর্তা মাফরোজা আক্তার জানান, কৃষক প্রতি গমের জন্য ২০ কেজি বীজ, ১০ কেজি করে ডিএপি সার এবং এমওপি সার বিতরণ করা হয়েছে। এ কর্মসূচির আওতায় ৮৫০ জন কৃষক গমের বীজ-সার পেয়েছেন।

সরিষার বীজ ও সার বিতরণে ১ হাজার কৃষককে প্রণোদনা দেওয়া হয়েছে। প্রত্যেক কৃষক পেয়েছেন ১ কেজি করে সরিষার বীজ, ১০ কেজি করে ডিএপি সার ও এমওপি সার।

সূর্যমূখী ফসলের ক্ষেত্রে (ওপি) ১০ জন কৃষককে ১ কেজি করে বীজ এবং ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার বিতরণ করা হয়েছে। হাইব্রিড সূর্যমূখীতে ৭৫ জন কৃষককে একই পরিমাণ বীজ ও সার দেওয়া হয়েছে।

চিনা বাদামের ক্ষেত্রে ৫০ জন কৃষককে ১০ কেজি করে বীজ, ১০ কেজি করে ডিএপি সার এবং ৫ কেজি করে এমওপি সার প্রদান করা হয়েছে। পেঁয়াজের জন্য ৬৫ জন কৃষককে ১ কেজি করে বীজ ও ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার দেওয়া হয়েছে।

ডালজাতীয় ফসলের মধ্যে মুগডালে ১১০ জন কৃষককে ৫ কেজি করে বীজ, ১০ কেজি করে ডিএপি সার এবং ৫ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়েছে। মসুরে ৩৩০ জন কৃষক, খেসারীতে ৩৩০ জন কৃষককে যথাক্রমে ৫-৮ কেজি বীজ ও প্রয়োজনীয় পরিমাণ সার দেওয়া হয়েছে।

মাফরোজা আক্তার আরও জানান, এই প্রণোদনার মাধ্যমে রবি মৌসুমে ৮৫০ বিঘা জমিতে গম, ১ হাজার বিঘা জমিতে সরিষা, ১০ বিঘা জমিতে সূর্যমূখী (ওপি), ৭৫ বিঘা জমিতে সূর্যমূখী (হাইব্রিড), ৫০ বিঘা জমিতে চিনা বাদাম, ৬৫ বিঘা জমিতে পেঁয়াজ, ১১০ বিঘা জমিতে মুগডাল, ৩৩০ বিঘা জমিতে মসুর এবং ৩৩০ বিঘা জমিতে খেসারী ফসলের আবাদ বৃদ্ধি পাবে। এতে মোট ২ হাজার ৮২০ বিঘা জমিতে রবি ফসলের উৎপাদন ও আবাদ বৃদ্ধি পাবে।

উপজেলার কৃষকরা আশা প্রকাশ করেছেন, সরকারি এই প্রণোদনা কর্মসূচির মাধ্যমে তাদের উৎপাদন বৃদ্ধি পাবে এবং কৃষি আয়ের উন্নতি হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...