বিজ্ঞাপন
টঙ্গী ফায়ার সার্ভিস, উত্তরা ও গাজীপুর মডার্ন ফায়ার সার্ভিসের মোট ৮টি ইউনিট ঘটনার স্থানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বাড়ায় আরও চারটি ইউনিট যুক্ত হয়। অবশেষে দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ পরিচালক মোহাম্মদ মামুন বলেন, “দুপুর ১২টার দিকে স্টেশন রোডের মিলগেট এলাকায় গুদামে আগুনের সূত্রপাত ঘটে। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করেন। আমাদের ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে আশপাশের সাতটি গোডাউন এতে পুড়ে গেছে।”
ফায়ার সার্ভিস মিডিয়া সেলের ওয়্যারহাউজ ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম জানান, “প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে দুর্ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানা যাবে। এছাড়া পানি সংকট ছিল, যা আমাদের কাজকে কিছুটা জটিল করেছে।”
প্রতিবেশীরা জানান, আগুনের ধোঁয়া এলাকার আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের তৎপরতায় বড় কোনো মানবিক ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...