বিজ্ঞাপন
ফেনীর কালিদহে রেললাইন খুলে তা বৈদ্যুতিক ল্যাম্প পোস্টের সঙ্গে বেঁধে রেখেছিল দুর্বৃত্তরা। ঘটনাস্থলটি ছিল সহদেবপুর এলাকার আপ লাইনের আউটার সিগন্যালের পাশে।
ফেনীর ফাজিলপুর স্টেশন মাস্টার প্রকৌশলী ইমাম হোসেন জানান, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা রেললাইনের একটি অংশ খুলে তা পাশের বিদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে রাখে। সকালে ট্রেন চালকরা লাইনের উপর লাল পতাকা দেখে তাৎক্ষণিকভাবে স্টেশন কর্তৃপক্ষকে জানান।
পরবর্তীতে রেলওয়ের উদ্ধার দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে মেরামত কাজ শুরু করে। রেলের ৮ জন কর্মী এক ঘণ্টার টানা প্রচেষ্টায় রেললাইন পুনরায় সচল করেন।
স্টেশন মাস্টার ইমাম হোসেন বলেন, “সামান্য সময়ের ব্যবধানেই একটি বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।”
এই ঘটনায় ঢাকা-চট্টগ্রাম রুটে বড় ধরনের যাত্রীহানির হাত থেকে রেলওয়ে কার্যক্রম অল্পের জন্য রক্ষা পেয়েছে।
প্রতিবেদক- মশি উদ দৌলা রুবেল, ফেনী।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...