Logo Logo

নড়াইলে জামায়াত প্রার্থী আতাউর রহমান বাচ্চুর সমর্থনে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা


Splash Image

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত নড়াইল-২ (নড়াইল সদর আংশিক–লোহাগড়া) আসনের এমপি প্রার্থী ও জেলা আমির আতাউর রহমান বাচ্চুর সমর্থনে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


শনিবার (৮ নভেম্বর) বিকেল ৩টার দিকে লোহাগড়া উপজেলার মোল্লার মাঠ থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি লক্ষীপাশা, দিঘলিয়া, মল্লিকপুর ও ইতনা ইউনিয়ন প্রদক্ষিণ করে লোহাগড়া পৌরসভার প্রধান প্রধান সড়ক ঘুরে শেষ হয়। দিনব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে পৌর এলাকার বিভিন্ন মোড় ও বাজারে পথসভা এবং জনসংযোগ অনুষ্ঠিত হয়।

দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে প্রচারণামূলক ওই শোভাযাত্রায় অংশ নেন জেলা ও উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, ইসলামী ছাত্রশিবির, শ্রমিক কল্যাণ ফেডারেশন ও অন্যান্য সহযোগী সংগঠনের হাজারো কর্মী। শোভাযাত্রার পুরো পথজুড়ে দাঁড়িপাল্লা প্রতীকের স্লোগান ও প্রচারণায় মুখর ছিল এলাকা।

শোভাযাত্রায় জামায়াত মনোনীত এমপি প্রার্থী আতাউর রহমান বাচ্চুও নিজে অংশ নেন। তিনি পথসভায় বলেন, “দেশে ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠা করতে হলে ইসলামপন্থী নেতৃত্বকে ক্ষমতায় আনতে হবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিতে হবে।”

তিনি আরও বলেন, “জামায়াতে ইসলামীর লক্ষ্য জনগণের কল্যাণ, সমাজে শান্তি, উন্নয়ন ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠন। আমরা জনগণের সেবা করতে চাই ক্ষমতার জন্য নয়, বরং আমানতের দায়িত্ব পালনের জন্য।”

এ সময় উপস্থিত নেতা-কর্মীরা জানান, নড়াইল-২ আসনে আতাউর রহমান বাচ্চুর পক্ষে সাধারণ জনগণের আগ্রহ ও সাড়া ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। মাঠপর্যায়ে জামায়াতের প্রচারণা আরও জোরদার করা হবে বলেও তারা জানান।

প্রতিবেদক- মো. নূরুন্নবী সামদানী, নড়াইল।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...