Logo Logo

ভাঙ্গায় খেলাফত মজলিসের জনসভা অনুষ্ঠিত


Splash Image

ফরিদপুরের ভাঙ্গায় বাংলাদেশ খেলাফত মজলিসের চান্দ্রা ইউনিয়ন কমিটির উদ্যোগে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ নভেম্বর) বিকেলে উপজেলার চান্দ্রা ইউনিয়নের দক্ষিণ চরচান্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ জনসভা হয়।


বিজ্ঞাপন


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর জেলা কমিটির সহসভাপতি ও ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন) আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লা।

বক্তব্যে তিনি বলেন, “ফরিদপুর-৪ আসনের আমাদের সাবেক এমপি (নিক্সন চৌধুরী) সাহেব এ চরাঞ্চলে এসেছিলেন বলে এখানকার মানুষের ভাগ্যের কিছুটা পরিবর্তন হয়েছিল। যদি ইসলামী দল ক্ষমতায় আসে, এ আসনে যদি সব ইসলামী দলের পক্ষ থেকে এমপি হয় তাহলে এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করব।”

তিনি আরও বলেন, “বিগত একটি বছরে বিভিন্ন দল তাদের নীতি-আদর্শে যে কার্যক্রম চালিয়েছে তাতে ইসলামী দলের কোনো বিকল্প নেই। কারণ ইসলামী দলের বদনাম ছড়ায়নি। অন্য দল কোথাও টেন্ডারবাজী করেছে, চাঁদাবাজি করেছে, পাথর দিয়ে থেতলে মানুষ হত্যা করেছে। ইসলামী দলের যারা আগামীতে নির্বাচন করতে যাচ্ছে তারা মানুষের সেবা ও কল্যাণ নিয়ে কাজ করবেন।”

চান্দ্রা ইউনিয়ন কমিটির সভাপতি মাওলানা ইমরান হুসাইনের সভাপতিত্বে এবং ভাঙ্গা উপজেলা কমিটির সহসভাপতি হাফেজ মাহবুবুল হকের সঞ্চালনায় জনসভায় প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি আবু নাসির আইয়ুবী।

এছাড়া বক্তব্য রাখেন জেলা কমিটির সহসভাপতি মাওলানা মিজানুর রহমান ফরিদী, ভাঙ্গা উপজেলা কমিটির সভাপতি মাওলানা হাফিজুর রহমান, পৌর কমিটির সভাপতি হাফেজ নুর মোহাম্মদ বাচ্চু মোল্লা, সদরপুর উপজেলা কমিটির সভাপতি মাওলানা সাদিকুর রহমান সিদ্দিকী, চরভদ্রাসন উপজেলা কমিটির সভাপতি মুফতি মো. জাকারিয়া এবং ভাঙ্গা উপজেলা খেলাফত যুব মজলিসের সভাপতি মাওলানা ওমর ফারুক।

সভায় স্থানীয় নেতাকর্মী ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...