বিজ্ঞাপন
গতকাল রোববার (৯ নভেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে মিজ্ শারমিন আক্তার জাহান-কে ব্রাহ্মণবাড়িয়ায় নতুন জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়। একই প্রজ্ঞাপনে বর্তমান জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম-কে বদলি করে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের উপসচিব হিসেবে পদায়ন করা হয়েছে।
প্রশাসনের একাধিক সূত্র জানিয়েছে, খুব শিগগিরই মিজ্ শারমিন আক্তার জাহান আনুষ্ঠানিকভাবে ব্রাহ্মণবাড়িয়ায় দায়িত্ব গ্রহণ করবেন।
১৯৮৪ সালের ১৫ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া জেলা হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি পায়। সে বছরই প্রথম জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নেন মো. আনোয়ার হোসেন। এরপর চার দশক পেরিয়ে এই প্রথম কোনো নারী কর্মকর্তা জেলার সর্বোচ্চ প্রশাসনিক পদে দায়িত্ব নিতে যাচ্ছেন—যা স্থানীয় প্রশাসনের ইতিহাসে এক নতুন দিগন্ত।
বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মিজ্ শারমিন আক্তার জাহান তাঁর কর্মদক্ষতা, নেতৃত্বগুণ ও মানবিক দৃষ্টিভঙ্গির জন্য সহকর্মী ও স্থানীয়দের কাছে ইতোমধ্যেই প্রশংসিত। নড়াইল জেলার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি নারী উদ্যোক্তা উন্নয়ন, সামাজিক নিরাপত্তা কার্যক্রম সম্প্রসারণ এবং প্রশাসনিক সেবার ডিজিটাল রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
ব্রাহ্মণবাড়িয়ার নাগরিক সমাজ নতুন জেলা প্রশাসককে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেছে যে, তাঁর নেতৃত্বে জেলা প্রশাসন আরও জনবান্ধব ও সেবা-কেন্দ্রিক হয়ে উঠবে। চার দশকের রীতিনীতি ভেঙে প্রথমবারের মতো একজন নারী কর্মকর্তা জেলা প্রশাসনের সর্বোচ্চ দায়িত্বে আসছেন—যা জেলার নারী অগ্রযাত্রা ও নেতৃত্ব বিকাশের প্রতীক হয়ে থাকবে বলে মনে করছে সচেতন মহল।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...