Logo Logo

সভা-সমাবেশ নিষিদ্ধ রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায়


Splash Image

ছবি সংগৃহীত

জনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি বজায় রাখতে বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও এর আশপাশের এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, মানববন্ধন ও শোভাযাত্রা নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।


বিজ্ঞাপন


জনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি বজায় রাখতে বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও এর আশপাশের এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, মানববন্ধন ও শোভাযাত্রা নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

সোমবার (১০ নভেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়। এতে জানানো হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স, ১৯৭৬ (অর্ডিন্যান্স নং III/৭৬)-এর ২৯ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, আগামী ১১ নভেম্বর (মঙ্গলবার) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সুপ্রিম কোর্ট সংলগ্ন কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় কোনো ধরনের গণজমায়েত করা যাবে না। এসব এলাকার মধ্যে রয়েছে—প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান গেট, মাজার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ ও ২-এর প্রবেশ গেট এবং বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সামনে এলাকা।

ডিএমপি জানিয়েছে, জনশৃঙ্খলা বজায় রাখা ও আদালত-সংলগ্ন এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করাই এ সিদ্ধান্তের মূল উদ্দেশ্য। সাম্প্রতিক সময়ে বিভিন্ন সংগঠনের দাবি-দাওয়া ও প্রতিবাদ কর্মসূচির নামে যখন-তখন সড়ক অবরোধ করে যান চলাচলে বিঘ্ন ঘটানোর অভিযোগ পাওয়া গেছে। এ ধরনের কর্মকাণ্ডে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ে এবং বিচার কার্যক্রমেও প্রভাব পড়ে বলে উল্লেখ করা হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আইনশৃঙ্খলা রক্ষায় ডিএমপির এ সিদ্ধান্ত অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি সবার কাছে অনুরোধ জানানো হয়েছে, জনস্বার্থে এই নির্দেশনা মেনে চলতে ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে।

আইন-শৃঙ্খলা বিশেষজ্ঞদের মতে, সুপ্রিম কোর্ট এলাকা দেশের গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও বিচারিক কেন্দ্র। তাই সেখানে নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় এ ধরনের পদক্ষেপ প্রশাসনিকভাবে যৌক্তিক।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...