বিজ্ঞাপন
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আহসান মাহমুদ রাসেল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট হোসনে আরা তান্নি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, নড়াইল প্রেসক্লাবের সভাপতি ও জজ কোর্টের পিপি অ্যাডভোকেট এস এম আব্দুল হক, সাধারণ সম্পাদক এম এম মাহবুবুর রশিদ লাবলু, সেনাবাহিনীর ক্যাম্প ইনচার্জ, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক সমাজ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিসহ সর্বস্তরের সুধীজন।
বক্তারা বিদায়ী জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের কর্মদক্ষতা, সততা, মানবিকতা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, দায়িত্ব পালনের সময় শারমিন আক্তার জাহান নড়াইলকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন।
অনুষ্ঠানের শেষপর্বে বিদায়ী জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা ও স্মারক উপহার প্রদান করা হয়। বিদায়ের মুহূর্তে জেলা প্রশাসন চত্বর জুড়ে সৃষ্টি হয় আবেগঘন পরিবেশ, এবং কান্নায় ভারি হয়ে ওঠে উপস্থিত সকলের হৃদয়।
প্রতিবেদক- মোঃ নূরুন্নবী সামদানী, নড়াইল।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...