বিজ্ঞাপন
আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ের স্বচ্ছতা সম্মেলন কক্ষে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির কালচার অফিসার ফারহান কবির সিফাত । উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তারেক সুলতান।
বক্তব্য রাখেন গোপালগঞ্জ উদীচীর শিল্পীগোষ্ঠী ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাজমুল ইসলাম, চন্দ্রিমা শিল্পীগোষ্ঠীর সভাপতি শেখ ফরিদ আহমেদ, অগ্নিবীণা শিল্প সাহিত্য সংসদের আহবায়ক অধ্যাপক গোলাম মোস্তফা, সিনিয়র সাংবাদিক রবীন্দ্রনাথ অধিকারী। উপস্থিত ছিলেন সুর সন্ধান শিল্পী গোষ্ঠীর শিল্পীবৃন্দ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা জেলা প্রশাসক মুহাম্মদ কামরুজ্জামানের দায়িত্বকালীন সময়ের সফল কর্মকাণ্ড ও সংস্কৃতি চর্চায় তাঁর অবদানের কথা তুলে ধরেন। তাঁরা বলেন, তাঁর দূরদর্শী নেতৃত্বে জেলার সাংস্কৃতিক অঙ্গনে নতুন প্রাণ সঞ্চার হয়েছে।
সংবর্ধিত জেলা প্রশাসক তাঁর বক্তব্যে গোপালগঞ্জবাসীর সহযোগিতা ও স্নেহের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জেলার সংস্কৃতি বিকাশে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে জেলা শিল্পকলা একাডেমির পক্ষ থেকে একটি মানপত্র, শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...