Logo Logo

খুলনা-বরিশাল বিভাগে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ঘোষণা


Splash Image

খুলনা ও বরিশাল বিভাগের ১৮টি রুটে আগামী ২ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে বাগেরহাটসহ সাত জেলার ১০টি আন্তজেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতি। সরকারি অনুমতি ছাড়া বিআরটিসি ও ইজিবাইক, মাহেন্দ্র, নছিমনসহ থ্রি-হুইলার চলাচল বন্ধের দাবিতেই এই কর্মসূচি ঘোষণা করা হয়।


বিজ্ঞাপন


রোববার (১৬ নভেম্বর) বাগেরহাট প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ধর্মঘটের ঘোষণা দেন রুপসা-বাগেরহাট বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি মো. আনোয়ারুল ইসলাম। একই দিন শহরের শহীদ মিনার সড়কে মানববন্ধনও করেন পরিবহন মালিক সমিতির নেতারা।

সংবাদ সম্মেলনে মো. আনোয়ারুল ইসলাম বলেন, “সরকারি অনুমতি ছাড়া বিআরটিসি ও ইজিবাইক, মাহেন্দ্র, নছিমনসহ সব প্রকার থ্রি-হুইলার চলাচল বন্ধের দাবিতে একাধিকবার প্রশাসনের সঙ্গে বৈঠকে সমঝোতা হয়নি। আমাদের তিন দফা দাবি না মানায় সাত জেলার ১০টি বাস মালিক সমিতির পক্ষ থেকে ২ ডিসেম্বর থেকে ধর্মঘট আহ্বান জানানো হচ্ছে।”

তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে দক্ষিণাঞ্চলের মালিক-শ্রমিকরা বৈষম্য ও আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন। অনুমোদনহীন বিআরটিসি নামধারী গাড়িগুলো লাগামহীনভাবে রাস্তায় চলাচল করছে। নিলামকৃত পুরোনো গাড়িগুলো অল্প মেরামত করে ‘বিআরটিসি’ নাম ব্যবহার করে রাস্তায় নামানো হচ্ছে—যা আইনবিরোধী। প্রভাবশালী মহল ডিপো ম্যানেজারদের সঙ্গে যোগসাজশ করে এসব কার্যক্রম চালিয়ে আসায় অভ্যন্তরীণ রুটে মালিক-শ্রমিকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

এ ছাড়া অবৈধ ইজিবাইক, মাহিন্দ্র, নছিমন, করিমন যত্রতত্র বেপরোয়া চলাচল করে যাত্রী বহন করায় দুর্ঘটনা ঝুঁকি বাড়ছে বলেও অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাগেরহাট আন্তজেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি সরদার লিয়াকত আলী, সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি শাহজাহান মিনা, সহ-সভাপতি জিয়াউদ্দিন জিয়াম, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, অর্থ সম্পাদক মতিউর রহমান, লাইন সাধারণ সম্পাদক সরদার জসিমসহ বিভিন্ন জেলার সমিতি প্রতিনিধিরা।

তিন দফা দাবি

১. সরকারি অনুমোদনবিহীন বিআরটিসি ও লিজকৃত বিআরটিসি গাড়ি চলাচল বন্ধ।

২. পথিমধ্যে থাকা বিআরটিসির সব কাউন্টার অপসারণ এবং সরকারি নীতিমালা অনুযায়ী সংশ্লিষ্ট জেলার মালিক সমিতির মাধ্যমে বিআরটিসি কার্যক্রম পরিচালনা।

৩. ইজিবাইক, মাহিন্দ্রসহ সব ধরনের থ্রি-হুইলারকে জাতীয় ও আঞ্চলিক মহাসড়ক ছাড়া পার্শ্ববর্তী সড়কে চলাচলের বাধ্যবাধকতা এবং দূরপাল্লার পরিবহনকে জেলা টার্মিনাল থেকে যাত্রার নির্দেশনা।

বিআরটিসি চলাচল নিয়ন্ত্রণ ও অবৈধ যানবাহন বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ না আসা পর্যন্ত ধর্মঘট কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মালিক সমিতির নেতারা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...