বিজ্ঞাপন
সোমবার (১৭ নভেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়া পৌর কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীদের অংশগ্রহণে মহড়াটি অনুষ্ঠিত হয়।
মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. নাজমুল আলম। তিনি আগুনের সংজ্ঞা, বৈশিষ্ট্য, আগুন লাগার কারণ, আগুন নেভানোর কৌশল এবং অগ্নিকাণ্ড থেকে নিজেকে নিরাপদে রাখার পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। একই সঙ্গে জরুরি সেবার যোগাযোগ নম্বরও শিক্ষার্থীদের প্রদান করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাল্টিপার্টি এডভোকেসি ফোরামের সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সহ-সভাপতি এবিএম মমিনুল হক, পৌর কলেজের অধ্যক্ষ আসমা বানু, জেলা অধিকার পরিষদের সহ-সভাপতি লিটন হোসেন জিহাদ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শামীমা আক্তার স্মৃতি, জিয়া পরিষদের সদস্য সচিব শামীমা বাছির, মাহমুদ আক্তার, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদিকা জারমিন, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শাহাদাত হোসেন এবং জেলা এনসিপি সদস্য আরিফ বিল্লাহ আজিজসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, অগ্নিকাণ্ডের ঝুঁকি যেকোনো সময় সৃষ্টি হতে পারে। তাই বাসা-বাড়ি, দোকানপাট, কল-কারখানাসহ সব স্থাপনাতেই অগ্নিনির্বাপক যন্ত্র থাকা বাধ্যতামূলক হওয়া উচিত। আগুন লাগলে দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেওয়া, রাস্তা ফাঁকা রাখা এবং সঠিক অবস্থান শনাক্তে সহায়তা করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
প্রশিক্ষণে ফায়ার সার্ভিসের বিশেষজ্ঞরা হাতে-কলমে আগুন নেভানোর বিভিন্ন কলাকৌশল প্রদর্শন করেন। ব্রাহ্মণবাড়িয়া পৌর কলেজের অধ্যক্ষ আসমা বানু নিজেও মহড়ায় অংশ নেন এবং শিক্ষার্থীদের এ ধরনের প্রশিক্ষণে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...