Logo Logo

শার্শার বাগআঁচড়ায় মফিকুল হাসান তৃপ্তির উঠান বৈঠক


Splash Image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে যশোরের শার্শার বাগআঁচড়ায় আয়োজিত উঠান বৈঠক জনসমুদ্রে রূপ নেয়।


বিজ্ঞাপন


সোমবার (১৭ নভেম্বর) বিকাল ৪টার দিকে বাগআঁচড়া ইউনাইটেড হাইস্কুল মাঠে অনুষ্ঠিত এ বৈঠক উপলক্ষে বিকাল ৩টার মধ্যেই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। দুপুর ২টা থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে মাঠে আসতে থাকেন নেতা-কর্মীরা। ফলে মিছিলের ঢেউয়ে পুরো বাগআঁচড়া এলাকা প্রকম্পিত হয়ে ওঠে।

বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আসাদুজ্জামান মিঠুর সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাসের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন যশোর-১ (শার্শা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি।

বৈঠকটি সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির আলম ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মহসিন কবির, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু এবং জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদা।

এছাড়া আরও উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক মশিউর রহমান, তথ্য ও গবেষণা সম্পাদক মোনায়েম হোসেন, সহ-তথ্য ও গবেষণা সম্পাদক আতাউর রহমান আতা, বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, সিনিয়র যুগ্ম সম্পাদক মেহেরুল্লাহ, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, কায়বা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, গোগা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ, জেলা কৃষক দলের সদস্য আলমগীর হোসেন টিপু, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম আব্দুল হক, জেলা ছাত্রদলের সহ-সভাপতি শাহানুর রহমান শাওন, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ বিপ্লব মন্ডল, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বিপ্লব হোসেন এবং বেনাপোল পৌর ছাত্রদলের সদস্য সচিব ইশতিয়াক আহমেদ শাওন প্রমুখ।

উঠান বৈঠকে উপস্থিত নেতারা আসন্ন নির্বাচনকে ঘিরে দলীয় প্রস্তুতি, মাঠ পর্যায়ের কর্মীদের সংগঠিত করা এবং ‘ধানের শীষ’কে বিজয়ী করার আহ্বান জানান। পুরো অনুষ্ঠানটি বাগআঁচড়া এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...