Logo Logo

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে স্বাগত জানিয়ে ঝালকাঠি ছাত্রদলের মশাল মিছিল


Splash Image

আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় আনন্দে মশাল মিছিল করেছে উপজেলা ছাত্রদল।


বিজ্ঞাপন


তারা এই কর্মসূচির মাধ্যমে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ‘প্রতিহত করা’ এবং রায়ের দ্রুত কার্যকর করার দাবি জানিয়েছে।

সোমবার রাতের এ মশাল মিছিলের নেতৃত্ব দেন ঝালকাঠি–১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা। উপজেলার বাসষ্টান থেকে শুরু হয়ে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একটি সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

মশাল মিছিলে অংশ নেন উপজেলা যুবদলের মো. আজিজুল ইসলাম খান, মো. রুবেল জমাদ্দার, স্বেচ্ছাসেবকদল নেতা মো. আরিফ তালুকদার, মো. রাজু মৃধা, মো. হাসান হাওলাদার, মো. আলামিন হাওলাদার ও মো. সাইদুল হাওলাদারসহ শতাধিক নেতা-কর্মী।

সমাবেশে বক্তারা শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডের রায় দ্রুত কার্যকরের আহ্বান জানিয়ে বলেন, প্রয়োজনে তারা রাজপথে আন্দোলন জোরদার করবেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...