বিজ্ঞাপন
মঙ্গলবার (১৮ নভেম্বর) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাজারী রোডের মাথা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার মো. আফজাল হোসেনের ছেলে মো. রিমন হোসেন (২০) এবং কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আবদুল ওহাবের ছেলে শাহীন হোসেন শামীম (১৯)।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭ এর একটি টিম হাজারী রোডের মাথায় অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন একটি মাইক্রোবাস তল্লাশি করে পেছনে লুকানো অবস্থায় দুটি ব্যাগে মোট ২৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাদের গ্রেফতার করা হয়।
এই ঘটনায় র্যাব বাদী হয়ে ফেনী মডেল থানায় একটি মামলা দায়ের করেছে এবং গ্রেফতারকৃত দুই মাদককারবারিকে থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার ও পরিচালক (মিডিয়া) এ.আর.এম. মোজাফ্ফর হোসেন বলেন, “আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ছাড়াও র্যাব মাদক নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতিতে অটল রয়েছে।”
প্রতিবেদক- মশি উদ দৌলা রুবেল, ফেনী।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...