বিজ্ঞাপন
বুধবার (১৯ নভেম্বর) নড়াইল সদর উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিসের সামনে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রোকনুজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এম মাহবুবুর রশিদ লাবলু এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবু রায়হান।
এ সময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রোকনুজ্জামান জানান, উফশী ধান প্রণোদনা হিসেবে নড়াইল সদর উপজেলায় ৯০০ জন কৃষককে বোরো উফশী ধানের সহায়তা প্রদান করা হচ্ছে। প্রতিজন কৃষক পাচ্ছেন ৫ কেজি উফশী ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার। এছাড়া ৩২০০ জন কৃষককে হাইব্রিড ধানের বীজ দেওয়া হবে। প্রতিজন কৃষক দুই কেজি করে এসএল-৮এইচ জাতের হাইব্রিড ধানের বীজ পাবেন।
প্রধান অতিথি জনাব সঞ্চিতা বিশ্বাস বলেন, কৃষিই আমাদের সমৃদ্ধি বর্তমান সরকার কৃষিবান্ধব, কৃষকদের হাতে বিনামূল্যে উন্নতমানের বীজ ও সার পৌঁছে দেওয়ার মাধ্যমে বোরো ধানের উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের জীবনযাত্রার মান উন্নয়নই আমাদের মূল লক্ষ্য। তিনি কৃষকদের সরকারের দেওয়া এই সুবিধা কাজে লাগিয়ে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে ভূমিকা রাখার আহ্বান জানান।
প্রতিবেদক- মোঃ নূরুন্নবী সামদানী, নড়াইল।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...