Logo Logo

লালমোহনে ধানের শীষের পক্ষে মহিলা দলের উঠান বৈঠক


Splash Image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রমের বিজয় সুনিশ্চিত করতে লালমোহনে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


বুধবার (১৯ নভেম্বর) সকালে উপজেলার লালমোহন ইউনিয়নের ফুলবাগিচা এলাকার দেলোয়ার হোসেন পণ্ডিত বাড়িতে ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের মহিলা দলের নেত্রীদের নিয়ে এ উঠান বৈঠক হয়।

বৈঠকে বক্তারা বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেননি। তবে এখন সময়ের পরিবর্তন হয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আগামী ফেব্রুয়ারিতে একটি অবাধ, সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দেবে বলে তারা আশা প্রকাশ করেন। সেই নির্বাচনে উন্নয়নের প্রতীক ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান বক্তারা।

নেত্রীবৃন্দ বলেন, ভোলা-৩ আসনে ধানের শীষ প্রতীক তথা বিএনপির প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম) একজন সৎ, নির্ভীক ও দেশপ্রেমিক ব্যক্তি। তিনি নির্বাচিত হলে কোনো ধরনের দুর্নীতি হবে না এবং তার নেতৃত্বে এ আসনে ব্যাপক উন্নয়ন সাধিত হবে। তাই আসন্ন নির্বাচনে তাকে বিপুল ভোটে জয়ী করতে হবে বলে তারা অভিমত ব্যক্ত করেন।

লালমোহন উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী ছালেহা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. শাখাওয়াত হোসেন শাহিন, মহিলা দলের নেত্রী ইয়াসমিন আক্তার মুন্নি, বিউটি ইমরান, মরিয়ম বেগম, মাইনুর বেগম ও নিশু আক্তারসহ অন্যান্য নেত্রীবৃন্দ।

প্রতিবেদক- রিয়াজ উদ্দিন, ভোলা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...