Logo Logo

গোপালগঞ্জে নবনিযুক্ত জেলা প্রশাসককে অগ্নিবীণা শিল্প ও সাহিত্য সংসদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা


Splash Image

গোপালগঞ্জের নবনিযুক্ত জেলা প্রশাসক মোঃ আরিফ উজ জামানকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে অগ্নিবীণা শিল্প ও সাহিত্য সংসদ, গোপালগঞ্জ।


বিজ্ঞাপন


বুধবার (১৯ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে সংগঠনের নেতৃবৃন্দ তাকে এ শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা বিনিময়ের সময় সংগঠনের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে জেলার সাহিত্য-সংস্কৃতিচর্চার সার্বিক অগ্রগতি, শিল্পী-সাহিত্যিকদের কার্যক্রম এবং স্থানীয় সাংস্কৃতিক পরিবেশ নিয়ে বিস্তারিত অবহিত করা হয়। এসময় মোঃ আরিফ উজ জামান গোপালগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনকে আরও গতিশীল ও সমৃদ্ধ করতে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

আলোচনা ও শুভেচ্ছা বিনিময়ে অগ্নিবীণা শিল্প ও সাহিত্য সংসদের আহবায়ক অধ্যাপক গোলাম মোস্তফা, সদস্য শেখ ফরিদ আহমেদ, ডাঃ সিদ্ধেশ্বর মজুমদার, শহীদুল ইসলাম চৌধুরী, মোঃ সাইফুর রশিদ চৌধুরী, শেখ মোস্তফা জামান, শরীফ বুলবুল, অ্যাডভোকেট শামীমা রত্না, পিঞ্জিরা খানম, দুলালী হক, রুমা খানম প্রমুখ উপস্থিত ছিলেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এ শুভেচ্ছা বিনিময়।

সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন জেলা প্রশাসকের নেতৃত্বে গোপালগঞ্জের সাহিত্য-সংস্কৃতির অগ্রযাত্রা আরও বেগবান হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...