বিজ্ঞাপন
গ্রেপ্তারকৃতরা হলেন— শাহাপুর গ্রামের মৃত রোজ আলী সরকারের ছেলে রবিউল আলম (২৮), তার স্ত্রী লাকী আক্তার (২৫) এবং কেন্দুয়া উপজেলার গগডা ইউনিয়নের লাজপাড়া গ্রামের মৃত তৌহিদ মিয়ার ছেলে নূর আলম (২৮)।
মদন থানার সহকারী পুলিশ ইন্সপেক্টর (এসআই) মো. ফয়সাল জানিয়েছেন, রবিউল আলম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসায় জড়িত। তার বিরুদ্ধে এর আগেও গ্রেপ্তারির ঘটনা ঘটেছিল। “সম্প্রতি নতুন একটি মাদকের চালান এলাকায় এসেছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে আমরা বুধবার রাতে রবিউলের বাড়িতে অভিযান চালাই। এ সময় ১৫ বোতল ভারতীয় মদ ও ৬০০ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার তাদের আদালতে পাঠানো হবে,” বলেন তিনি।
স্থানীয়রা জানায়, সাম্প্রতিক সময়ে এলাকায় মাদকের প্রবণতা বেড়ে গেছে। তারা মনে করেন, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান জোরদার করা প্রয়োজন। গত শনিবার এক অনুষ্ঠানে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরও মাদক নির্মূলে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান এবং মাদক ব্যবসায়ীদের পক্ষ নিয়ে তদবিরকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা বলেন।
এভাবে পুলিশ ও স্থানীয় প্রশাসন যৌথভাবে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে পারে বলে আশা করছে এলাকার মানুষ।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...