বিজ্ঞাপন
বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত নেতা ও চিকিৎসক ডা. আনোয়ারুল হক এর উদ্যোগে আয়োজিত এই ক্যাম্পে মেডিসিন, সার্জারি, চক্ষু, দন্ত, অর্থোপেডিক্সসহ মোট ১৭টি বিভাগের ২৪ জন বিশেষজ্ঞ চিকিৎসক প্রায় দুই হাজার রোগীকে চিকিৎসাসেবা প্রদান করেন।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ১১টায় বাউশী বাজারের খেলার মাঠে ক্যাম্পটি শুরু হয়। বিএনপির রাষ্ট্র কাঠামোর ৩১ দফার মধ্যে স্বাস্থ্যসেবা নিশ্চিতকেন্দ্রিক দফা বাস্তবায়নের অংশ হিসেবে দূর–পল্লীর মানুষের জন্য বিশেষজ্ঞ চিকিৎসা পৌঁছে দেওয়াই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।
চিকিৎসা নিতে আসা স্থানীয় রোগীরা জানান, তাদের এলাকায় নিয়মিত চিকিৎসাসেবা পাওয়া অত্যন্ত কঠিন। শহরে গিয়ে চিকিৎসা নিতে গেলে দুই থেকে তিন হাজার টাকা পর্যন্ত ব্যয় হয়। অথচ এই ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ পেয়ে তারা স্বস্তি ও সন্তোষ প্রকাশ করেন।
নেত্রকোনা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. মাজহারুল আমীন বলেন, “ইউনিয়ন পর্যায়ে সরকারিভাবে সব বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক সরবরাহ করা সম্ভব হয় না। ফলে এ ধরনের মানবিক উদ্যোগ গ্রাম পর্যায়ে চিকিৎসা সেবা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”
আয়োজক ডা. আনোয়ারুল হক জানান, ক্যাম্পে আসা রোগীদের মধ্যে জটিল রোগ শনাক্ত হলে তাদের ঢাকা ও ময়মনসিংহের উন্নত চিকিৎসা কেন্দ্রে রেফার করা হবে।
তিনি বলেন, “ইতোমধ্যে ১৬টি ইউনিয়নে মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়েছে। পর্যায়ক্রমে সদর ও বারহাট্টা উপজেলার সব ইউনিয়নে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প আয়োজন করা হবে।”
এই উদ্যোগকে স্থানীয়রা স্বাস্থ্যখাতে একটি ইতিবাচক ও মানবিক কার্যক্রম হিসেবে উল্লেখ করে ভবিষ্যতেও এ ধরনের সেবা অব্যাহত রাখার আহ্বান জানান।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...