Logo Logo

গাছে ঝুলছিল সাত বছরের শিশুর মরদেহ, পরিবারের দাবি হত্যা


Splash Image

নিহত শিশু জায়ান মোল্লা।

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় সাত বছরের শিশু জায়ান মোল্লার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার বুড়াইচ ইউনিয়নের পাকুড়িয়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


জায়ান গ্রিসপ্রবাসী পলাশ মোল্লার ছেলে। সে স্থানীয় একটি কিন্ডারগার্টেনের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ে যায় জায়ান। দুপুর ১২টার দিকে বাড়ি ফেরার প্রায় আধাঘণ্টা পর তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। দুপুর সোয়া ১টার দিকে বাড়ির পাশের একটি বাগান থেকে স্থানীয়রা গাছে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুপুর আড়াইটার দিকে মরদেহ উদ্ধার করে।

শিশু জায়ানের পরিবার ও স্বজনদের দাবি, এটি আত্মহত্যা নয়; বরং পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।

এ বিষয়ে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম বলেন, ‘জায়ান নামে এক শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি সন্দেহজনক মনে হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া পর্যন্ত অপেক্ষা করা হবে। এরপর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...