বিজ্ঞাপন
এ ঘটনায় আহত হয়েছেন অন্তত চারজন, যারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনার কারণে দিনাজপুর-রংপুর মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে এবং রাস্তার দুইপাশে কয়েকশ গাড়ি আটকা পড়েছে।
নিহতদের মধ্যে রয়েছেন চিরিরবন্দর উপজেলার মাঝিরা গ্রামের আব্দুস সালামের মেয়ে সাদিয়া বেগম (১৫) এবং সদর উপজেলার খানপুর কুতৈর এলাকার ইয়াকুব আলীর স্ত্রী মর্জিনা খাতুন (৫৫)। তাদের সম্পর্ক নানি-নাতনি। অপর দুইজনের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।
খোসালপুর এলাকার চা দোকানি কামাল হোসেন জানান, “রোববার দুপুরে বীরগঞ্জ থেকে একটি বাস দিনাজপুরের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে একটি ইজিবাইক আসছিল। খোসালপুর এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এ সময় ইজিবাইক থেকে কয়েকজন যাত্রী ছিটকে পড়ে যান। পরে বাসটি তাদের চাপা দিয়ে সামনের দিকে অগ্রসর হয়। স্থানীয়রা ধাওয়া দিয়ে বাসটিকে আটক করে। ঘটনাস্থলেই তিনজন নিহত হন, আর একজনকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।”
ইজিবাইকে থাকা মকবুল হোসেন (৭৯) বলেন, “পরিবার নিয়ে কান্তনগর রাসমেলায় যাচ্ছিলাম। আমাদের বাড়ি সদর উপজেলার খানপুর গ্রামে। গম গবেষণা কেন্দ্র পার হওয়ার পরে সামনে থেকে একটি বাস এলোমেলোভাবে এসে ইজিবাইকে ধাক্কা দেয়। এরপর কি হয়েছে, কিছু বলতে পারছি না।”
দিনাজপুর হাইওয়ে থানার উপ-পুলিশ পরিদর্শক রেজাউল ইসলাম বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছাই। সেখানে তিনজনের মরদেহ পাওয়া যায়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে আরেকজনের মৃত্যু হয়েছে। স্থানীয়রা বাসটি আটক করেছেন। তবে চালক ও সহকারী পলাতক রয়েছে। আমরা দ্রুততম সময়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছি।”
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...