Logo Logo

হাওর থেকে মানসিক ভারসাম্যহীন যুবকের মরদেহ উদ্ধার


Splash Image

নেত্রকোনার মদন উপজেলার ফেকনি গ্রামের সামনের হাওর থেকে দিদারুল ইসলাম (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে স্থানীয়দের নজরে এলে তারা পুলিশকে খবর দেন।


বিজ্ঞাপন


নিহত দিদারুল ইসলাম মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের শ্রীধরপুর গ্রামের রহিছ মিয়ার ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় বাড়িতেই থাকতেন। বছর চারেক আগে বিয়ে করে সংসার শুরু করলেও পরে হঠাৎই মানসিক সমস্যায় ভুগতে শুরু করেন। বিশেষ করে গত পাঁচ মাস ধরে তার অস্বাভাবিক আচরণ আরও বেড়ে যায়।

পরিবারের সদস্যরা জানান, শনিবার বিকেলে দিদারুল বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। রাতেও না ফেরায় পরিবারের মাঝে উদ্বেগ তৈরি হয়। সকালে ফেকনি গ্রামের হাওরে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন।

নিহতের চাচাতো ভাই মোবারক হোসেন বলেন, “দিদারুল বেশ কিছুদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিল। উল্টাপাল্টা আচরণ করতো, তবে বেশিরভাগ সময়ই বাড়িতেই থাকতো। গতকাল বিকেলে কোথায় গেছে, কেউ বলতে পারেনি। তার কারো সঙ্গে কোনো শত্রুতাও ছিল না।”

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আলম শাহ জানান, “খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের মতামত অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...