বিজ্ঞাপন
সোমবার (২৪ নভেম্বর) ফেনীর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মঞ্জু বলেন, “দেশে ইতিমধ্যেই ছোট ছোট অনেক পরিবর্তন হয়েছে। আগামীতে আরও চমক আসছে। এখনই পরিবর্তনের সময়। আমরা একটি পরিকল্পনা করেছি। আগামী ২৫ নভেম্বর নতুন জোট ঘোষণা আসতে পারে। রাজনৈতিক সমঝোতা হতে পারে, অপেক্ষা করলে সব প্রকাশ করা হবে।”
তিনি বলেন, “এক সময় সভা সমাবেশ করতে হলে প্রশাসনের অনুমতি নিতে হতো, এখন কোন দল সভা সমাবেশ করতে কারো অনুমতি নিতে হয় না। ফেনীতে ৪ আগস্ট রক্তের যে হলি খেলা হয়েছে, সেটি পুরো দেশ ও বিশ্বের মানুষ দেখেছে। ঢাকার পর ফেনীতে বেশি ছাত্র জনতার মৃত্যু হয়েছে।”
মঞ্জু আরও বলেন, “এক সময় আমাদের অফিস করতে দেয়া হয়নি, আমার বিভিন্ন অনুষ্ঠানে নেতাকর্মীদের উপর হামলা করা হয়েছে, মোটরসাইকেল ভাংচুর করা হয়েছে। আমাদের দলের নামে নানা অপপ্রচার করা হয়েছে। সাধারণ মানুষকে ভুল বোঝানো হয়েছে। এসব অতিক্রম করে আমাদের দলকে নিবন্ধন নিতে হয়েছে, আমাকে শেষ পর্যন্ত আদালতে যেতে হয়েছে। আমাদের দল একটি নতুন দল। নির্বাচিত হলে আমি কি করবো তা বলব না, কিন্তু বলব কি কি করবো না। কোনো ঘরে, কাচারিতে সালিশ বানিজ্য করব না। সরকারি কাজ ও কর্মকাণ্ড ডিসি, এসপি ও ওসি নিজ দায়িত্বে করবেন, এমপি হস্তক্ষেপ করবে না। শিক্ষা প্রতিষ্ঠানে দলের লোক হস্তক্ষেপ করবে না। যার দায়িত্ব সে নিজ দায়িত্ব পালন করবে।”
তিনি ফেনীতে মেডিকেল কলেজ স্থাপন, জেলার সৎ জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার এবং পুলিশ অফিসার পদায়নের ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। এছাড়া, খেলা-ধুলা এবং বিজ্ঞান ল্যাবরেটরি স্থাপনসহ শিক্ষার উন্নয়নের পরিকল্পনা নিয়ে সাংবাদিকদের জানান।
মঞ্জু বলেন, “ফেনীর পরিবর্তন আমাদের সকলের দায়িত্ব। সুযোগ এসেছে, আমরা চেষ্টা করলে পারবো। আমি চাই সকলের সহযোগিতা নিয়ে ফেনীকে নতুন করে সাজাতে। যেখানে যেখানে অসুবিধা আছে, আমাকে জানাবেন। আমি সকলের সঙ্গে একসাথে কাজ করতে চাই।”
সংবাদ সম্মেলনে এবি পার্টির ফেনী জেলা আহ্বায়ক মাস্টার আহছান উল্লাহ সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন এবি পার্টির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক ছিদ্দিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী শাহ আলম বাদল এবং ফেনী পৌর শাখার আহ্বায়ক মো: সেলিম।
প্রতিবেদক- মশি উদ দৌলা রুবেল, ফেনী।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...