Logo Logo

নাফ নদী থেকে সাড়ে ৪ লাখ পিস ইয়াবাসহ পাচারকারী আটক


Splash Image

দীর্ঘদিন ধরে নাফ নদী ও এর তীরবর্তী এলাকায় গড়ে ওঠা আন্তঃসীমান্ত অপরাধ, মাদক চোরাচালান ও মানব পাচারের নেটওয়ার্ক ভেঙে দিতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) ধারাবাহিক বিশেষ অভিযান জোরদার করেছে। এরই অংশ হিসেবে গত ১৪৪ ঘণ্টায় মোট ৬টি বিশেষ অভিযান পরিচালনা করে ৪,৪১,৯২০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ এবং ১০ জনকে আটক করেছে বিজিবি।


বিজ্ঞাপন


বিজিবি সূত্র জানায়, ২৩ নভেম্বর রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে মায়ানমার থেকে দুইজনকে নাফ নদী সাঁতরে বাংলাদেশের দিকে আসতে সনাক্ত করা হয়। তাৎক্ষণিকভাবে বিজিবির আভিযানিক দল দ্রুত নৌযান নিয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা দু’টি পলিথিন প্যাকেট পানিতে ভাসিয়ে দিয়ে ডুবসাঁতরে মায়ানমারে পালিয়ে যায়। পরে পানি থেকে প্যাকেট দুটি উদ্ধার করে অভিনব কায়দায় মোড়ানো ৫৭,৮০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

এর পরদিন ২৪ নভেম্বর গভীর রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন অধিনায়কের পরিকল্পনায় সীমান্তের বিভিন্ন পয়েন্টে কৌশলগত অবস্থান নেয় বিজিবি। ভোর আনুমানিক ৬টার দিকে দমদমিয়া ও বড়ইতলীর বিপরীতে নাফ নদীর গভীর অংশ দিয়ে জেলের ছদ্মবেশে একটি নৌকা বাংলাদেশের দিকে অগ্রসর হলে নৌ-টহল দল নৌকাটি ঘিরে ফেলে। তল্লাশিতে নৌকাটি থেকে ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় একজনকে আটক করা হলেও নৌকায় থাকা আরও তিনজন সাঁতরে মায়ানমারে পালিয়ে যায়।

আটককৃত আসামী হলেন— মোঃ হাকিম আলী (৫৪), পিতা-মৃত ইব্রাহিম, মাতা-মৃত রমিদা, সাং-মাংগালা, উপজেলা-মংডু, জেলা-আইকাপ, দেশ-মায়ানমার।

পলাতক আসামীরা হলেন- মোঃ জালাল প্রকাশ লাল জালাল (২৫), পিতা-কালা মিয়া, সাং-উলু সামারি, ৬নং ওয়ার্ড, হ্নীলা ইউনিয়ন, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার এবং অজ্ঞাত আরও ২/৩ জন।

এ বিষয়ে টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান, পিএসসি বলেন, “সীমান্ত সুরক্ষার পাশাপাশি টেকনাফ ও আশপাশের এলাকায় সকল ধরনের অপরাধ দমনে ২ বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে। মাদক ও মানব পাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে আমরা বদ্ধপরিকর।”

আটক আসামি ও জব্দকৃত মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ায় টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিবেদক- মোহাম্মদ শাহজাহান, কক্সবাজার।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...