Logo Logo

ব্রাহ্মণবাড়িয়ায় শহীদ মীর মুগ্ধের স্মৃতিস্তম্ভে কালি, স্থানীয়দের ক্ষোভ


Splash Image

ব্রাহ্মণবাড়িয়ায় জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর স্মৃতিস্তম্ভে কালি মেখে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার (২৪ নভেম্বর) দিবাগত রাত হতে মঙ্গলবার ভোরের মধ্যে সদর উপজেলার চিনাইর গ্রামের চিনাইর আঞ্জুমান আরা স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ নিন্দনীয় ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয়রা তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন।


বিজ্ঞাপন


পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, জুলাই গণঅভ্যুত্থানের পর স্কুল মাঠের সামনে শহীদ মুগ্ধর স্মৃতিস্তম্ভ স্থাপন করা হয়। আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে মুগ্ধর ছবিতে কালি লেপা অবস্থায় স্থানীয়রা দেখে হতবাক হয়ে যায়। ধারণা করা হচ্ছে, ভোরের কোনো এক সময় দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়।

এ ঘটনায় স্থানীয়রা বলছেন, শহীদ স্মৃতি ভাঙচুর বা অপমান করার এ ঘটনা শুধু পরিবার নয়, পুরো এলাকার মর্যাদাকে কলঙ্কিত করেছে। তারা দ্রুত দুষ্কৃতকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজহারুল ইসলাম বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। কে বা কারা এই কাজ করেছে তা শনাক্তে তদন্ত চলছে। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...