বিজ্ঞাপন
আজ বুধবার (২৬ নভেম্বর) দুপুরে শহরের হাউজিং মাঠে সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও সদর উপজেলা ভেটেরিনারি হাসপাতালের যৌথ আয়োজনে এ সপ্তাহের শুভ সূচনা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: আরিফ-উজ-জামান।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোবিন্দচন্দ্র সরদার।
গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. রকিবুল হাসানের সভাপতিত্বে এবং ভেটেরিনারি সার্জন ডা. প্রিয়াংকা রানী মোদকের সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গোপালগঞ্জ খামারবাড়ির অতিরিক্ত উপপরিচালক সঞ্জয় কুমার কুন্ডু। এছাড়া খামারিদের পক্ষ থেকে গৌতম মজুমদার ও রেশমা বক্তব্য দেন।
উদ্বোধনের পূর্বে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে শহরের হাউজিং মাঠ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হাউজিং মাঠে এসে সমাপ্ত হয়।
এরপর অতিথিবৃন্দ মাঠেই আয়োজিত প্রাণিসম্পদ প্রদর্শনীর ৩২টি স্টল ঘুরে দেখেন এবং খামারিদের সাথে মতবিনিময় করেন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রভাষ চন্দ্র সেন জানান, জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের প্রথম দিনে উদ্বোধনী অনুষ্ঠান ও দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। এতে মোট ৩২টি স্টল স্থান পায়।
তিনি আরও জানান, সপ্তাহব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প, ভ্যাক্সিনেশন এবং স্কুলের শিশুদের দুধ পানসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম। আগামী ২ ডিসেম্বর প্রাণিসম্পদ সপ্তাহের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলেও তিনি নিশ্চিত করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...