Logo Logo

গোপালগঞ্জে হেযবুত তওহীদের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত


Splash Image

গোপালগঞ্জে ‘তওহিদ ভিত্তিক আধুনিক রাষ্ট্রগঠনে গণমাধ্যম কর্মীদের ভূমিকা’ শীর্ষক এক মতবিনিময় সভা আয়োজন করেছে হেযবুত তওহীদ।


বিজ্ঞাপন


বুধবার (২৬ নভেম্বর) শহরের মডেল স্কুল রোডে সংগঠনের জেলা কার্যালয়ে আয়োজিত এই সভায় আল্লাহর হুকুমের ভিত্তিতে রাষ্ট্রব্যবস্থা প্রবর্তনের দাবি জানিয়ে ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা’র প্রস্তাবনা তুলে ধরা হয়। সভায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত থেকে মতামত দেন।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন হেযবুত তওহীদের বরিশাল বিভাগীয় সভাপতি শফিকুল আলম উখবাহ। তিনি সংগঠনের সর্বোচ্চ নেতা হোসাইন মোহাম্মদ সেলিম রচিত ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা’ গ্রন্থের আলোকে একটি পূর্ণাঙ্গ রাষ্ট্রকাঠামোর ধারণা তুলে ধরেন।

শফিকুল আলম উখবাহ বলেন, স্বাধীনতার পর ৫৩ বছরে সংবিধানে ১৭ বার সংশোধনী আনা হলেও জাতির মৌলিক সংকটের টেকসই সমাধান হয়নি। এর জন্য তিনি ‘মানবরচিত জীবনব্যবস্থা’কে দায়ী করে বলেন, শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহ প্রদত্ত তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রবর্তন জরুরি।

তিনি আরও বলেন, ইসলামে জনপ্রতিনিধি নির্বাচন প্রক্রিয়ার বিরোধ নেই, তবে মানবকে বিধানদাতা বানানো গ্রহণযোগ্য নয়। আল্লাহই একমাত্র বিধানদাতা—এই সার্বভৌমত্বই তওহীদের মূল ভিত্তি।

সভায় সভাপতিত্ব করেন হেযবুত তওহীদের গোপালগঞ্জ জেলা সভাপতি মো. শরিফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আরিফ মোহাম্মদ আলী আহসান, ঝালকাঠী জেলা সভাপতি মো. সাফায়াত হোসেন, গোপালগঞ্জ জেলা নারী বিষয়ক সম্পাদক আঁখি খানমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা মহানবী (সা.)-এর আদর্শ সমাজ গঠনের উদাহরণ তুলে ধরে বলেন, তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থায় বিচার, প্রতিরক্ষা, গণমাধ্যম, আইনসভা, নারী মর্যাদা ও সামাজিক সুরক্ষাসহ রাষ্ট্রের প্রতিটি অঙ্গ ইসলামী নীতিতে পরিচালিত হবে। তাদের মতে, এ ব্যবস্থাই একটি ন্যায়ভিত্তিক ও শান্তিপূর্ণ সমাজ গঠনের পথ দেখাতে পারে।

উল্লেখ্য, সংগঠনটি এই প্রস্তাবনার পক্ষে সারাদেশে ধারাবাহিকভাবে সেমিনার, গোলটেবিল বৈঠক ও মতবিনিময় সভা আয়োজন করে আসছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...