বিজ্ঞাপন
ক্ষতিগ্রস্ত কৃষক সোলেমান মুন্সি (৬৮) রংপুর জেলার বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরে নুরপুর বাজারসংলগ্ন গোফরান সওদাগরের দোকানের পাশের একটি বাড়িতে ভাড়া থেকে কৃষিকাজ করে আসছেন। তিনি স্থানীয় বাসিন্দা মাওলানা আবুল কালামের জমি বর্গা নিয়ে চলতি মৌসুমে ধান আবাদ করেন।
সোলেমান মুন্সি জানান, গত ২৫ নভেম্বর (মঙ্গলবার) বিকেলে তিনি জমি থেকে ধান কেটে রাস্তার পাশে এনে স্তূপ করে রাখেন। পরদিন সকালে মাঠে গিয়ে দেখেন, রাতের কোনো একসময় অজ্ঞাত দুর্বৃত্তরা তার সব কাটা ধানে আগুন দিয়ে পালিয়ে গেছে। এতে তার কয়েক মাসের পরিশ্রম মুহূর্তেই ভেস্তে যায়।
কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, “ধারদেনা করে ধান লাগিয়েছিলাম। এক মুহূর্তে সব পুড়ে গেল। এখন এই ক্ষতি কে পূরণ করবে?”
স্থানীয় বাসিন্দারা জানান, সোলেমান মুন্সির সঙ্গে কারও কোনো বিরোধ নেই। একজন সাধারণ ও শান্ত কৃষকের এমন সর্বনাশা ক্ষতিতে তারা হতবাক ও ক্ষুব্ধ। দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে ভুক্তভোগী পরিবারকে সহায়তা প্রদানেরও আহ্বান জানানো হয়েছে।
প্রতিবেদক- মশি উদ দৌলা রুবেল, ফেনী।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...