বিজ্ঞাপন
‘জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়’— এই স্লোগানে আয়োজিত বিজ্ঞান মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) ফাতিমা সুলতানা। হোপ ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ মো. আলমগীর কবিরের সভাপতিত্বে তিনি শিক্ষার্থীদের বিভিন্ন উদ্ভাবনী প্রদর্শনী স্টল পরিদর্শন করেন। এ সময় ফেনী জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল্লাহ উপস্থিত ছিলেন।
বিজ্ঞান মেলায় শিক্ষার্থীরা মোট ৮৪টি উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করে, যেখানে পরিবেশ, প্রযুক্তি, স্বাস্থ্য, নবায়নযোগ্য জ্বালানি ও আধুনিক বিজ্ঞানভিত্তিক নানা ধারণা তুলে ধরা হয়। শিক্ষার্থীদের উদ্ভাবনী সক্ষমতা ও সৃজনশীল চিন্তার বিকাশে এ আয়োজন উল্লেখযোগ্য ভূমিকা রাখে বলে মত প্রকাশ করেন অতিথিরা।
মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থী রুমাইসা বলেন, “প্রথমবারের মতো হোপ ইন্টারন্যাশনাল স্কুলের বিজ্ঞান মেলায় অংশ নিতে পেরে আমি খুবই আনন্দিত। নিত্য নতুন আবিষ্কারের মাধ্যমে বিশ্বকে চমকে দিতে চাই।”
অনুষ্ঠানে অধ্যক্ষ মো. আলমগীর কবির বলেন, বিজ্ঞান মেলার মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা ও উদ্ভাবনী শক্তির বিকাশ ঘটানো এবং বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি তাদের আগ্রহ বাড়ানো। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
দিনব্যাপী বিজ্ঞান মেলা শেষে বিভিন্ন বিভাগে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রতিবেদক- মশি উদ দৌলা রুবেল, ফেনী।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...