বিজ্ঞাপন
বর্তমানে অভিযুক্ত সরোয়ারকে ফেনী জেলা কারাগারে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ ভাস্কর গ্রামের আশরাফ আলীর কৃষি খামারের পুকুরে বিষ প্রয়োগের ফলে বিপুল পরিমাণ মাছ মারা যায়, যার আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ টাকা। মাছ নিধনের এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে প্রথমে সরোয়ারের পিতা জাফর আহমদকে আটক করেন ফেনী মডেল থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোবারক হোসেন। তবে, আটকের খবর পেয়ে পালিয়ে যাওয়া সরোয়ার পরে নিজে এসে ধরা দিয়ে তার বাবাকে ছাড়িয়ে নেন। এরপর সরোয়ারকে আটক করে আদালতে প্রেরণ করা হলে তাকে কারাগারে পাঠানো হয়।
ফেনী মডেল থানা পুলিশের এএসআই মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত সরোয়ারের বয়স মাত্র ১৪ বছর। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সরোয়ার পুলিশের কাছে ঘটনার দায় স্বীকার করেছে।
এএসআই মোবারক জানান, কিশোর সরোয়ারের ভাষ্য অনুযায়ী, এক সপ্তাহ আগে তার মা ও তাকে মাছ নিতে বাধা দিয়েছিলেন পুকুরের মালিক আশরাফ আলী। এতে ক্ষুব্ধ হয়ে সরোয়ার প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করতে থাকে। একপর্যায়ে গত পরশু (মঙ্গলবার, ২৫ নভেম্বর) সে খেলার ছলে মাছের ঔষধের দুটি বোতল পুকুরে ঢেলে দেয়। এর ফলে ধীরে ধীরে মাছগুলো মরতে শুরু করে। মাছ রক্ষায় খামারের মালিক আশরাফ আলী গত দুই দিনে পুকুরের পানি পরিবর্তন করেও মাছ বাঁচাতে পারেননি।
এএসআই মোবারক আরও জানান, "সরোয়ার এখনো শিশু। খেলার ছলেই হোক বা ক্ষোভে, সে বিষের বোতল পুকুরে ঢেলে দেয়। এতে প্রায় তিন লাখ টাকার মাছ মারা গেল। আমরা বিষয়টি সমাধানের প্রচেষ্টা চালাচ্ছি।"
বর্তমানে আটক মুহাম্মদ সরোয়ার হোসেন ফেনী জেলা কারাগারে রয়েছেন। এই ঘটনায় খামারের মালিক আশরাফ আলীর পক্ষ থেকে থানায় আইনগত প্রক্রিয়া চলছে।
প্রতিবেদক- মশি উদ দৌলা রুবেল, ফেনী।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...