Logo Logo

নেত্রকোনায় ডিজিটাল দক্ষতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত


Splash Image

নেত্রকোনায় বেকার যুবসমাজকে ডিজিটাল দক্ষতায় সক্ষম করে তোলার লক্ষ্যে ‘ডিজিটাল স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) সকাল ১০টায় স্থানীয় পাবলিক হলে এ কর্মশালার আয়োজন করা হয়।


বিজ্ঞাপন


কর্মশালার উদ্যোগ নেন নেত্রকোনা জেলা বিএনপির সভাপতি, বিশিষ্ট অর্থোপেডিক্স বিশেষজ্ঞ এবং ধানের শীষের মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক।

উদ্বোধনী বক্তব্যে অধ্যাপক ডা. আনোয়ারুল হক বলেন, “বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফার গুরুত্বপূর্ণ অংশ হলো দক্ষ যুবশক্তি তৈরি ও উদ্যোক্তা উন্নয়ন। এ লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবেই নেত্রকোনায় ডিজিটাল দক্ষতা বিষয়ক এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন— ডা. আনোয়ারুল হকের সহধর্মিণী ডা. লুৎফা হক, জেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট নুরুজ্জামান নুরু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাজউদ্দীন ফারাস সেন্টু, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন রিপন, পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কামরুল হক, বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি মেহেরুল আলম রাজুসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

কর্মশালা পরিচালনা করেন— প্রোগ্রাম কো-অর্ডিনেটর অঙ্কন পুরকায়স্থ এবং ট্রেইনার দ্বীপ দে ও তৌফিকুল আরাফাত।

ডিজিটাল দক্ষতা, ফ্রিল্যান্সিং, অনলাইন উদ্যোগ, ডাটা ম্যানেজমেন্ট ও আধুনিক কর্মসংস্থান বিষয়ক নানা মডিউলে সাজানো এ প্রশিক্ষণে জেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় ৫ শতাধিক বেকার যুবক-যুবতী অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...